মঙ্গলবার ডব্লিউপিএলে আরসিবি-র হয়ে অভিষেক হয়েছে স্নেহ রানার। আর সে দিনই সমাজমাধ্যমে একটি পোস্টের জন্য বিতর্কে জড়িয়ে গিয়েছেন তিনি। বুধবার সকালে সেই পোস্টের জন্য ক্ষমা চেয়েছেন বেঙ্গালুরুর ক্রিকেটার। জানিয়েছেন, ম্যানেজারের ভুলের কারণেই এমন কাণ্ড ঘটেছে।
শ্রেয়াঙ্কা পাতিলের জায়গায় এ বার বেঙ্গালুরু নিয়েছে রানাকে। দীপ্তি শর্মাকে আউট করার পরেই রানার সমাজমাধ্যমে একটি পোস্ট করা হয়। সেখানে লেখা ছিল, “সুযোগ সামনে এলে লুফে নাও”। সেই পোস্টটি উল্লেখ করে আরসিবি লেখে, “শেষ হাসি হাসল স্নেহ রানাই”।
সমর্থকেরা বুঝে যান, রানার সমাজমাধ্যম অ্যাকাউন্টটি অন্য কেউ ব্যবহার করছেন। সেখান থেকেই বার্তাটি পোস্ট করা হয়েছে। কারণ খেলার মাঝে রানার পক্ষে বার্তা পোস্ট করা সম্ভব নয়। বিভিন্ন সমর্থক সে কথা লিখতে থাকেন।
আরও পড়ুন:
মঙ্গলবার পুরনো বার্তাটি মুছে দিয়ে রানা লিখেছেন, “ক্ষমা চাইছি। গত কাল সন্ধ্যায় ম্যাচের মাঝে যে পোস্টটি হয়েছিল সেটা আমার ম্যানেজার ভুল করে করেছিলেন।” অভিষেক ম্যাচে রানা দু’টি উইকেট নিয়েছেন। ইউপি ওয়ারিয়র্জ়ের দুই ক্রিকেটার তাহলিয়া ম্যাকগ্রা এবং অধিনায়ক দীপ্তিকে ফিরিয়ে দেন। তবে সুপার ওভারে ম্যাচটি জিতে যায় ইউপি-ই।