রবিচন্দ্রন অশ্বিন। —ফাইল চিত্র।
সবে নতুন মাস্টারমশাই পেয়েছেন। এখনই মূল্যায়ন সম্ভব নয়। সেটা করছেনও না রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু নতুন হেড স্যারের কাছে তাঁদের কী প্রত্যাশা, সেটা জানিয়ে দিলেন ভারতীয় দলের এই অফস্পিনার।
সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে অশ্বিন বললেন, ‘‘দ্রাবিড়ের কোচিংয়ের ধরন নিয়ে এখনই কিছু বলতে যাওয়াটা তাড়াহুড়ো হয়ে যাবে। কিন্তু অনূর্ধ্ব ১৯ স্তরে দ্রাবিড় বুঝিয়ে দিয়েছেন, উনি কী করতে পারেন। দ্রাবিড় মানেই একটা পদ্ধতি, একটা প্রস্তুতি। উনি এমন ভাবে এগোবেন যাতে আমরা সাজঘরে আবার হাসিটা ফিরিয়ে আনতে পারি।’’
দ্রাবিড়ের ছোঁয়া যে লেগেছে, সেটা অশ্বিনের কথাতে পরিষ্কার। তাঁর মুখে শোনা গেল নতুন বোলিং সংস্কৃতির কথা। বললেন, ‘‘টি-টোয়েন্টি ক্রিকেটে হাতে ২৪টা বল করার সুযোগ থাকে। প্রতিটা বলকে একটা নতুন ঘটনা হিসেবে দেখতে হবে। প্রতিটা বলকে এক একটা সুযোগ হিসেবে দেখতে হবে।’’
টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন নতুন অধিনায়ক রোহিত শর্মা। অশ্বিন জানালেন, তিনি ভেবেছিলেন, ১৭০-১৮০ রান তাড়া করতে হবে। তিনি বলেন, ‘‘ভেবেছিলাম ১৭০-১৮০ রান তাড়া করতে হবে আমাদের। কিন্তু ওরা যখন ১৬৪ রান করল, ভেবেছিলাম ১৫ ওভারে আমরা খেলা শেষ করে দেব। কিন্তু সেটা হয়নি। এটাই টি-টোয়েন্টি ক্রিকেট।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy