চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে সমালোচনায় বিদ্ধ হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বৃষ্টির পর মাঠ খেলার উপযুক্ত করার ক্ষেত্রে যথেষ্ট দক্ষতা দেখাতে পারেনি পাকিস্তান। পুরো মাঠ ঢাকার ব্যবস্থাও করেনি চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আয়োজকেরা। তবু আরও একটি বিশ্বপর্যায়ের প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব পিসিবিকে দিতে চলেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার এক মাসের মধ্যে আরও একটি ক্রিকেট প্রতিযোগিতা আয়োজন করতে পারে পাকিস্তান। ২০২৫ সালের শেষ দিকে ভারতে হবে মহিলাদের এক দিনের বিশ্বকাপ। অক্টোবরে হতে পারে বিশ্বকাপ। সেই প্রতিযোগিতার যোগ্যতা অর্জন পর্ব আয়োজনের দায়িত্ব পেতে পারে পাকিস্তান। আগামী ৪ এপ্রিল থেকে শুরু হতে পারে প্রতিযোগিতা। আইসিসি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে সূত্রের খবর, দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে পাকিস্তানই এগিয়ে রয়েছে।
মহিলাদের এক দিনের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে অংশগ্রহণ করবে ছ’টি দেশ। পাকিস্তান ছাড়াও থাকবে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ়, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং তাইল্যান্ড। দু’টি দল মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। প্রতিযোগিতার ম্যাচগুলি হতে পারে লাহোরে। চূড়ান্ত সূচির সঙ্গেই জানা যাবে কোথায় হবে ম্যাচগুলি। এখনও পর্যন্ত ছ’টি দলের বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়েছে। আয়োজক ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউ জ়িল্যান্ড, শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার খেলা নিশ্চিত। মোট আটটি দেশকে নিয়ে হবে মহিলাদের এক দিনের বিশ্বকাপ।
আরও পড়ুন:
পাকিস্তান বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলে তাদের ম্যাচগুলি হতে পারে তৃতীয় কোনও দেশে। কারণ হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সমাধান সূত্র বের করতে গিয়ে এমনই বোঝাপড়া হয়েছে।