চলতি আইপিএলে ছ’টি ম্যাচ খেলেছে তাঁর দল। তিনি সুযোগ পেয়েছেন মাত্র তিনটি ম্যাচে। খুব একটা ছাপ ফেলতে পেরেছেন এ কথা বলা যাবে না। সেই রমনদীপ সিংহই চাইছেন এমন একটা ইনিংস খেলতে, যা দলকে জিতিয়ে দেবে। কেকেআরের সেরা ফিনিশার হয়ে ওঠার স্বপ্ন দেখছেন রমনদীপ।
গত বার আইপিএলে ১৩টি ম্যাচ খেলে ৬২ বলে ১২৫ রান করেছিলেন রমনদীপ। স্ট্রাইক রেট ছিল ২০০-রও বেশি। সেই রমনদীপ এ বার ৬টি ম্যাচে মাত্র ২৯ রান করেছেন। স্ট্রাইক রেট ১০০-র কিছুটা বেশি। আসলে, পরের দিকে নেমে সে ভাবে বল খেলার সুযোগই পাননি।
তবে পঞ্জাবের বিরুদ্ধে নামার আগে রমনদীপ বলেছেন, “কেকেআর আমাকে জানিয়েছে, পাঁচ, ছয় বা সাতে নামতে হতে পারে। পরিস্থিতি অনুযায়ী যে ভাবে দরকার সে ভাবেই খেলতে। দলের স্বার্থও মাথায় রাখতে। আমার লক্ষ্য হল দলের ম্যাচ জেতানো ক্রিকেটার হয়ে ওঠা। তাই জন্য প্রথম বল থেকে ভয়ডরহীন ক্রিকেট খেলার চেষ্টা করি। সে বল মারার মতো এলাকায় থাকুক বা না থাকুক।”
রমনদীপের সংযোজন, “১৫তম ওভারের পর পরিস্থিতি যা-ই থাকুক না কেন, নিজের উপরে বিশ্বাস রাখি। সবার ক্ষেত্রেই একই কথা বলব। নিজের ব্যাপারে যদি বলি, গত বারের আইপিএলের পর এক বারও ভাবিনি ভারতের হয়ে খেলার সুযোগ পাব। আমার কাজ প্রতি ম্যাচে সেরাটা তুলে ধরা। ফলাফলের চিন্তা না করা। বাকিটা ঈশ্বরের হাতে।”
আরও পড়ুন:
গত বার যাঁর নেতৃত্বে খেলেছিলেন রমনদীপ, সেই শ্রেয়স আয়ারের বিরুদ্ধে মঙ্গলবার খেলতে নামবেন। তাঁর সঙ্গে রাহানের তুলনা করতে রাজি হননি রমনদীপ। বলেছেন, “দু’জনেই খুব ভাল অধিনায়ক। কারও মধ্যেই কোনও খামতি নেই। কিন্তু রাহানের অধীনে সাজঘর অনেক শান্ত। ও এমন ক্রিকেটার যাঁকে সব তরুণের আদর্শ মানা উচিত। ওর ব্যক্তিত্ব, ম্যাচের প্রস্তুতি, পারফরম্যান্স সবাই জানে। শ্রেয়স আত্মবিশ্বাসী, নিজের পরিকল্পনা কাজে লাগাতে পারে।”
- চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
- গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
-
২৩:১৫
৯৫ রানে অলআউট হয়ে যাওয়া দলের সামনে লক্ষ্য ছিল ২০২, বৃষ্টিই ইডেনে বাঁচিয়ে দিল রাহানের কেকেআরকে -
২৩:০৪
তিন বছর আগে প্রেম ভেঙেছে শুভমনের? আইপিএলের মাঝে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্যাটার -
২১:৪২
আইপিএলের বেতন নিয়ে আবার বিদ্রোহী গাওস্কর, ইঙ্গিত কি ১৪ বছরের কোটিপতি বৈভবের দিকে? -
১৯:৫২
ধোনির পরামর্শ মেনে সফল রিঙ্কু, কেকেআর ৩০০ রান তুলবে, স্বপ্ন দেখছেন ১৩ কোটির ব্যাটার -
১৯:০২
থামল না বৃষ্টি, ইডেনে ভেস্তে গেল ম্যাচ, ১ পয়েন্ট করে পেল কেকেআর ও পঞ্জাব