অনন্তনাগ, পুলওয়ামা, কুলগাঁও, কুপওয়ারার পর এ বার বান্দিপোরা। ৭২ ঘণ্টার মধ্যে নয় জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল সেনা। শনিবার গভীর রাতে বান্দিপোরা এবং ত্রালে আরও দুই লশকর জঙ্গির বাড়িতে অভিযান চালায় বাহিনী। তার পরই ওই জঙ্গির বাড়ি বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়া হয়।
সেনা সূত্রে খবর, বান্দিপোরার লশকর জঙ্গির
নাম জ়ামিল আহমেদ। বছর দুয়েক আগে লশকর জঙ্গিগোষ্ঠীতে যোগ দেয় সে। বান্দিপোরা-সহ
জম্মু-কাশ্মীরের বেশ কয়েকটি এলাকায় সক্রিয় ছিল সে। অন্য দিকে, ত্রালে এক জইশ জঙ্গির বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়। সেই জঙ্গির নাম আমির নাজ়ির। সূত্রের খবর, পহেলগাঁও কাণ্ডের পর স্থানীয় জঙ্গিদের তালিকা তৈরি করা হয়েছে। সেই জঙ্গিদের খুঁজে বার করার কাজও শুরু করে দিয়েছে সেনা। শুধু তা-ই নয়, তালিকায় থাকা ওই জঙ্গিদের বাড়িও গুঁড়িয়ে দেওয়ার কাজ চলছে।
আরও পড়ুন:
বান্দিপোরায় জঙ্গি জামিলের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার কয়েক ঘণ্টা আগে সোপিয়ানে আরও দুই লশকর জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দেয় সেনা। তাদের এক জন হল আদনান সফি। ২০২৪ সালে লশকরে যোগ দেয় সে। অন্য জঙ্গি ফারুক আহমেদ। বর্তমানে পাকিস্তান থেকে জম্মু-কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ পরিচালনা করছে বলে গোয়েন্দা সূত্রে খবর।
শনিবার সকালে কুলগাঁও জেলায় দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দেয় সেনা। গ্রেফতার করা হয় ওই দুই জঙ্গির দুই সহযোগীকে। তার আগে বৃহস্পতিবার পহেলগাঁও হামলার অন্যতম দুই চক্রী আসিফ শেখ এবং আদল ঠোকরের বাড়িও গুঁড়িয়ে দেওয়া হয়। অন্য দিকে, পুলওয়ামায় আহমসান আল হক শেখ নামে এক জঙ্গির বাড়ি শুক্রবার বুলজোজ়ার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। সোপিয়ানের চোটিপোরায় শাহিদ আহমেদ কুট্টে এবং কুলগাঁওয়ের জ়াহিদ আহমেদ গনি নামে আরও দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিয়েছে সেনা। সূত্রের খবর, যে ১৪ জন স্থানীয় জঙ্গির তালিকা তৈরি করেছে সেনা এবং পুলিশ, সেই তালিকায় এই জঙ্গিরা রয়েছে। তালিকায় থাকা বাকি জঙ্গিদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে তৎপর প্রশাসন এবং সেনা।
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
১৯:৩২
‘অপারেশন সিঁদুর’-এর সময় কি পরমাণু বোমার হুমকি দিয়েছিল পাকিস্তান? সংসদীয় কমিটির বৈঠকে কী জবাব বিদেশসচিবের -
১৭:৩০
শুধু পাকিস্তান নয়, গিয়েছেন চিনেও, ঘোরার অছিলায় দেশের তথ্য পাচার? চিনুন জ্যোতি মলহোত্রাকে -
১৬:৩৫
সীমান্তের ও পারে পাকিস্তানি গ্রাম দেখতে ভিড় জমাতেন পর্যটকেরা, জম্মুর সুচেতগড় এখন শুনশান -
১৬:৩১
বিলাসবহুল জীবনযাপন, ঘন ঘন বিদেশ সফর! খরচ জোগাতেন কে? জ্যোতিকাণ্ডে মেঘের আড়ালের মেঘনাদের খোঁজে গোয়েন্দারা -
১৩:৫৭
‘এমন কুমিরের কান্না অনেকেই কাঁদেন’! কর্নেল সোফিয়াকে নিয়ে কুমন্তব্য করা মন্ত্রী ক্ষমা চেয়েও ভর্ৎসিত সুপ্রিম কোর্টে