Probable eleven of India against South Africa in 1st T20I dgtl
India vs South Africa 2022
বিশ্বকাপের আগে শেষ টি-টোয়েন্টি সিরিজ়, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেমন হতে পারে ভারতীয় দল
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ক্রিকেটের ছোট ফরম্যাটে আর তিনটি ম্যাচ খেলবে ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজেদের সেরা একাদশ নামাতে চাইবেন রোহিত শর্মারা। কেমন হতে পারে সেই দল?
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২২ ০৮:৫৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি সিরিজ়ে হারিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই ভারতের শেষ টি-টোয়েন্টি সিরিজ়। তাই শেষ বারের মতো দলকে দেখে নেওয়ার সুযোগ রয়েছে রোহিত শর্মাদের সামনে। এই সিরিজ়ে কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ?
০২১২
লোকেশ রাহুল: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খুব একটা ভাল খেলতে পারেননি। কিন্তু রোহিত জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপে ওপেনার হিসাবে তাঁর সঙ্গে থাকবেন লোকেশ রাহুল। তাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওপেন করতে তাঁকেই দেখা যাবে।
০৩১২
রোহিত শর্মা: বিশ্বকাপের আগে ব্যাট হাতে আরও ছন্দে আসার চেষ্টা করছেন রোহিত। তার জন্য দক্ষিণ আফ্রিকার থেকে শক্তিশালী বোলিং আক্রমণ পাবেন না তিনি। এই সিরিজ়ে নিজের প্রস্তুতি সেরে রাখতে চাইবেন তিনি।
০৪১২
বিরাট কোহলি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভাল খেলেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই ছন্দ ধরে রাখতে চাইবেন কোহলি। তিনি ছন্দে থাকলে বিশ্বকাপে ভারতের শক্তি অনেকটাই বাড়বে।
০৫১২
সূর্যকুমার যাদব: ভারতের টি-টোয়েন্টি দলের অন্যতম সেরা ব্যাটার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু করতে চাইবেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
০৬১২
ঋষভ পন্থ: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন। কিন্তু ব্যাট করতে পারেননি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হার্দিক পাণ্ড্য নেই। চোটের জন্য নেই দীপক হুডাও। তাই ঋষভ পন্থের খেলা প্রায় নিশ্চিত।
০৭১২
দীনেশ কার্তিক: ভারতীয় দলের ফিনিশার। বিশ্বকাপের আগে আরও একটু প্রস্তুতি সেরে রাখতে চাইবেন তিনি। হার্দিক না থাকায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কার্তিককে একটু উপরে ব্যাট করতে দেখা যেতে পারে।
০৮১২
অক্ষর পটেল: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়ের সেরার পুরস্কার পেয়েছেন। শুধু বল হাতে নয়, বিশ্বকাপের আগে ব্যাট হাতেও অক্ষরকে তৈরি রাখতে চাইছেন অধিনায়ক রোহিত। তাই তাঁকেও একটু উপরের দিকে ব্যাট করতে দেখা যেতে পারে।
০৯১২
যুজবেন্দ্র চহাল: অক্ষরের স্পিন জুটি যুজবেন্দ্র চহালও বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি সেরে রাখতে চাইবেন। অস্ট্রেলিয়ার বড় মাঠে রোহিতের অন্যতম বড় অস্ত্র হয়ে উঠতে পারেন তিনি।
১০১২
যশপ্রীত বুমরা: চোট সারিয়ে ফিরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু’টি ম্যাচ খেলেছেন বুমরা। বিশ্বকাপের আগে আরও তিনটি ম্যাচ খেলে নিজের ছন্দ ফিরে পাওয়ার চেষ্টা করবেন তিনি।
১১১২
দীপক চাহার: টি-টোয়েন্টি বিশ্বকাপের স্ট্যান্ড বাই হিসাবে নেওয়া হয়েছে তাঁকে। কোনও ক্রিকেটার চোট পেলে খেলার সুযোগ পেতে পারেন। তাই তিনিও নিজেকে প্রস্তুত রাখতে চাইবেন।
১২১২
আরশদীপ সিংহ: ভারতীয় দলের এক মাত্র বাঁ হাতি বোলার। বোলিংয়ে বৈচিত্র আনেন। অস্ট্রেলিয়ার উইকেটে বড় ভূমিকা নিতে পারেন। তাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আরশদীপও প্রস্তুতি সেরে রাখতে চাইবেন।