প্রবীণ তাম্বে। ফাইল ছবি
ক্রিকেটমহলে তিনি মোটেই কোনও বড়সড় নাম নন। জীবনে কোনও দিন কোনও ফরম্যাটেই ভারতের হয়ে খেলেননি। এমনকী, ডাকও পাননি। সেই অখ্যাত প্রবীণ তাম্বেকে নিয়েই এ বার নির্মিত হচ্ছে বায়োপিক। শ্যুটিংও শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।
এতদিন পর্যন্ত যে সব ক্রীড়াবিদকে নিয়ে বায়োপিক বা জীবনীচিত্র হয়েছে, তাঁরা প্রত্যেকেই খ্যাতনামী এবং নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। মিলখা সিংহ, মহেন্দ্র সিংহ ধোনি, মেরি কম থেকে শুরু করে সাইনা নেহওয়াল, প্রত্যেকেরই আন্তর্জাতিক খ্যাতি রয়েছে। সেখানে ভারতের হয়েও কোনও দিন না নামা তাম্বেকে নিয়ে বায়োপিক বানানোর সিদ্ধান্তে অনেকেই বিস্মিত।
২০১২ সালে ৪১ বছরের তাম্বেকে বিজয় হজারে ট্রফি খেলার জন্য ডেকেছিল মুম্বই। কয়েক মাস পর তৎকালীন রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালসও তাঁকে কিনে নেয়। এর পরেও খেলা চালিয়ে যেতে থাকেন তাম্বে। বয়স নিছকই যে একটা সংখ্যা, সেটা প্রমাণ করে দেন। যখন তিরিশের ঘরে থাকতে থাকতেই অনেকে খেলা ছাড়ছেন, সেখানে ৪২ বছর বয়সে মুম্বইয়ের রঞ্জি দলে অভিষেক ঘটান। এমনকী, আইপিএল-এ খেলার আগে সেখানে কর্তা হিসেবেও কাজ করেছেন! রাজস্থান ছাড়াও সানরাইজার্স এবং অধুনালুপ্ত গুজরাত লায়ন্সের হয়ে খেলেছেন তিনি। অংশ নিয়েছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও।
জানা গিয়েছে, বলিউড অভিনেতা শ্রেয়স তালপাড়ে তাম্বের চরিত্রে অভিনয় করছেন। ঘটনাচক্রে, শ্রেয়সের অভিষেক যে সিনেমার হাত ধরে হয়েছিল, সেটিও ছিল ক্রিকেট সম্পর্কিত। দক্ষিণী অভিনেতা আশিস বিদ্যার্থীর সঙ্গে এখন থানেতে শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন শ্রেয়স। তাম্বে যদিও বায়োপিকের ব্যাপারে মুখ খুলতে চাননি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy