Advertisement
E-Paper

তরুণীর মাথা কামড়ে ধরল দৈত্যাকার মাছ, গলা অবধি ঢুকিয়ে নিল মুখের ভিতর! তার পর... ভাইরাল ভিডিয়ো

একটি দৈত্যাকার অ্যাকোরিয়ামের ভিতর জলপরির বেশে সাঁতার কাটছেন এক তরুণী। বাইরে ছোট থেকে বড়, নানা বয়সের দর্শকেরা দাঁড়িয়ে সেই অনুষ্ঠান দেখছেন। পিছনে একটি বিশালাকৃতির স্টার্জন মাছ ঘুরে বেড়াচ্ছে।

Woman performing as mermaid attacked by huge sturgeon fish in Chinese aquarium, video goes viral

ছবি: এক্স থেকে নেওয়া।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৪
Share
Save

বিশালাকৃতির অ্যাকোরিয়ামের ভিতর জলপরির বেশে সাঁতার কাটছেন এক তরুণী। অ্যকোরিয়ামের বাইরে নানা বয়সের দর্শক দাঁড়িয়ে দাঁড়িয়ে তরুণীকে দেখছেন। হঠাৎ একটি স্টার্জন মাছ এসে কামড় বসাল তরুণীর মাথায়। তরুণীর গলা অবধি ঢুকিয়ে নিল নিজের মুখের ভিতর। তরুণী কোনও ক্রমে নিজের মাথাটি মাছটির মুখ থেকে বার করে অ্যাকোরিয়াম থেকে বেরিয়ে এলেন। ভয়ঙ্কর সেই ভিডিয়োই সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে দক্ষিণ চিনের জ়িশুয়াংবান্নার একটি পার্কে। ভিডিয়োটিতে যেই তরুণীকে দেখা গিয়েছে তাঁর নাম মাশা গগলস। তাঁর বয়স ২২ বছর। এই ঘটনায় তিনি মাথায়, ঘাড়ে, নাকে এবং চোখে আঘাত পেয়েছেন। তরুণী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আঘাতপ্রাপ্ত হওয়া সত্ত্বেও তরুণীকে আবারও অ্যাকোরিয়ামের ভিতরে গিয়ে অনুষ্ঠান চালিয়ে যাওয়ার জন্য জোর করা হয়। তরুণী আরও জানান, সেই পার্কের কর্তৃপক্ষ তাঁকে ভারতীয় মুদ্রায় প্রায় ৮৫০০ টাকা নৈতিক ক্ষতিপূরণ হিসেবে দিতে চেয়েছেন। শর্ত একটাই, তরুণী যেন এই ঘটনার ব্যপারে বাইরে মুখ না খোলেন।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি দৈত্যাকার অ্যাকোরিয়ামের ভিতর জলপরির বেশে সাঁতার কাটছেন এক তরুণী। বাইরে ছোট থেকে বড়, নানা বয়সের দর্শকেরা দাঁড়িয়ে সেই অনুষ্ঠান দেখছেন। পিছনে একটি বিশালাকৃতির স্টার্জন মাছ ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ মাছটি কোনও কারণ ছাড়াই তেড়ে এল তরুণীর দিকে, চোখের নিমেষে তরুণীর মাথায় একটি কামড় বসাল। মাছটি তরুণীর গলা অবধি ঢুকিয়ে নিল নিজের মুখের ভিতর। অ্যাকোরিয়ামের বাইরে দাঁড়িয়ে থাকা দর্শকেরা আতঙ্কে চিৎকার করে উঠলেন। তরুণী কোনও রকমে মাছটির মুখের ভিতর থেকে নিজের মাথাটি বার করে আনলেন। তৎক্ষণাৎ সাঁতার কেটে জলের উপরিভাগে উঠে এলেন তরুণী। তার পর অ্যাকোরিয়াম থেকে বেরিয়ে গেলেন। তরুণীর পরে থাকা সাঁতার কাটার বিশেষ চশমাটি মাছটির মুখেই রয়ে গেল। মাছটি সেটিকেই নিজের মনে চিবোতে থাকল। সেই ভয়ঙ্কর ভিডিয়োই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

‘গেম অফ এক্স’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় ২৩ হাজার বার ভিডিয়োটি দেখা হয়েছে। ভিডিয়োটি নেটাগরিকদের মনে আতঙ্কের সৃষ্টি করেছে। নেটাগরিকদের একাংশ তরুণী এখন কেমন আছেন সেটা জানতে চেয়ে চিন্তা প্রকাশ করেছেন।

Viral Video China Viral Story

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}