কলকাতা নাইট রাইডার্সের ম্যাচের আগে ধাক্কা পঞ্জাব কিংস শিবিরে। আইপিএল থেকে প্রায় ছিটকে গেলেন শ্রেয়স আয়ারের দলের অন্যতম প্রধান বোলার লকি ফার্গুসন। কিউয়ি ক্রিকেটারের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্জাবের অন্যতম সহকারী কোচ জেমস হোপ।
গত শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান ফার্গুসন। মাত্র দু’বল করে মাঠ ছাড়তে বাধ্য হন কিউয়ি জোরে বোলার। মার্কাস স্টোইনিসকে দিয়ে ওভারের বাকি চারটি বল করান পঞ্জাব অধিনায়ক শ্রেয়স। পরে আর মাঠে ফিরতে পারেননি ফার্গুসন। তখনই আশঙ্কা তৈরি হয়েছিল। পরীক্ষার পর জানা গিয়েছে, ফার্গুসনের চোট বেশ গুরুতর। সোমবার হোপ বলেছেন, ‘‘অনির্দিষ্টকালের জন্য ছিটকে গিয়েছে লকি ফার্গুসন। প্রতিযোগিতার শেষ দিকে হয়তো মাঠে ফিরতে পারে। তাও সম্ভাবনা বেশ কম। ওর চোট বেশ গুরুতর।’’
বেশ কিছু দিন ধরে চোটে ভুগছেন ফার্গুসন। আবু ধাবির টি-টোয়েন্টি লিগ খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন তিনি। দেশের হয়ে খেলতে পারেননি চ্যাম্পিয়ন্স ট্রফি। চোট সারিয়ে খেলতে এসেছিলেন আইপিএলে। পঞ্জাবের হয়ে চারটি ম্যাচ খেলে পাঁচটি উইকেট পেয়েছেন তিনি।
ফার্গুসন ছিটকে যাওয়ায় সমস্যায় পড়তে পারে শ্রেয়সেরা। তাঁর যথাযথ বিকল্প নেই পঞ্জাব শিবিরে। পরিবর্ত হিসাবে আফগানিস্তানের আজ়মতুল্লা ওমরজ়াইকে খেলাতে পারেন শ্রেয়সেরা। দলে আছেন বিজয়কুমার বৈশাখও। তবে তাঁদের পক্ষে ফার্গুসনের অভাব পূরণ করা কঠিন হতে পারে।
পরিস্থিতি যে কঠিন, তা নেমে নিয়েছেন পঞ্জাবের জোরে বোলিং কোচ। হোপ বলেছেন, ‘‘আমাদের যা বোলিং শক্তি, তাতে যুজবেন্দ্র চহালকে আরও বেশি দায়িত্ব নিতে হবে। চহাল সেরা ফর্মে নেই। আশা করব দ্রুত ওকে চেনা ফর্মে পাওয়া যাবে। তবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে দারুণ একটা ওভার করেছিল। আইপিএলে ভাল কিছু করতে হলে চহালকে সেরা ফর্মে চাই আমাদের।’’
আরও পড়ুন:
আইপিএলে এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে তিনটি জিতেছেন শ্রেয়সেরা। মঙ্গলবার ঘরের মাঠে অজিঙ্ক রাহানের দলের মুখোমুখি হবে তাঁরা। তার আগে ফার্গুসনের ছিটকে যাওয়া নিশ্চিত ভাবে চাপে রাখবে পঞ্জাব শিবিরকে।