পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স এ বারের আইপিএলেও ধুঁকছে। ছ’টি ম্যাচ খেলে দু’টিতে জয় পেয়েছেন হার্দিক পাণ্ড্যেরা। দলের পারফরম্যান্সে হতাশ মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকেরা। মুম্বই ইন্ডিয়ান্সের কর্ণধার নীতা অম্বানীকে সামনে পেয়ে এক সমর্থক রোহিত শর্মাকে আবার অধিনায়ক করার অনুরোধ করেন।
কয়েক দিন আগে শিরডী সাইবাবার মন্দিরে গিয়েছিলেন নীতা। মন্দিরের বাইরে তাঁর সঙ্গে দেখা হয় মুম্বই ইন্ডিয়ান্সের এক সমর্থকের। নীতাকে সামনে পেয়ে সেই সমর্থক হাতজোড় করে অনুরোধ করেন, ‘‘দয়া করে রোহিতকে আবার নেতৃত্বে ফিরিয়ে আনুন।’’ আর্জি শুনে নীতা মেজাজ হারাননি। হাসিমুখেই সেই সমর্থককে বলেন, ‘‘সবই বাবার (সাইবাবা) ইচ্ছা।’’ নীতার সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকের কথা বলার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
আরও পড়ুন:
ঘটনাটি অবশ্য দিল্লি ক্যাপিটালস-মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের আগে। রবিবার প্রতিযোগিতার দ্বিতীয় জয় পেয়েছেন হার্দিকেরা। উল্লেখ্য, গত মরসুমে রোহিত শর্মাকে সরিয়ে বরোদার অলরাউন্ডারকে অধিনায়ক করেছিলেন মু্ম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ। আগের বার আইপিএলেও পাঁচ বারের চ্যাম্পিয়নদের পারফরম্যান্স ভাল হয়নি।
- চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
- গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
-
২১:৪২
আইপিএলের বেতন নিয়ে আবার বিদ্রোহী গাওস্কর, ইঙ্গিত কি ১৪ বছরের কোটিপতি বৈভবের দিকে? -
১৯:৫২
ধোনির পরামর্শ মেনে সফল রিঙ্কু, কেকেআর ৩০০ রান তুলবে, স্বপ্ন দেখছেন ১৩ কোটির ব্যাটার -
১৯:০২
থামল না বৃষ্টি, ইডেনে ভেস্তে গেল ম্যাচ, ১ পয়েন্ট করে পেল কেকেআর ও পঞ্জাব -
১৮:১৮
ধোনিদের ব্যর্থতার নাকি একটিই কারণ! কিসের কথা বললেন চেন্নাই কোচ ফ্লেমিং? -
১২:১৫
কলকাতার বিরুদ্ধে নামার আগেই পঞ্জাব দলে নতুন স্পিনার, ইডেনে শ্রেয়সদের শক্তি বাড়ল?