তাঁর ইংরেজি বলা নিয়ে অনেকেই মশকরা করেন। ম্যাচের আগে বা পরে তাঁর ইংরেজি বলার ভিডিয়ো ভাইরাল হতেও দেখা গিয়েছে বহু বার। পাকিস্তান অধিনায়ক মহম্মদ রিজ়ওয়ান এ বার পাল্টা দিলেন সমালোচকদের। জানালেন, ইংরেজি বলতে পারেন না বলে এক শতাংশও লজ্জিত নন তিনি।
রিজ়ওয়ানকে নিয়ে ব্যঙ্গ করেন সাধারণত পাকিস্তানের সমর্থকেরাই। সাম্প্রতিক পাকিস্তানি অধিনায়কদের মতো তাঁরও ইংরেজি বলার দক্ষতা নিয়ে হাসিঠাট্টা করা হয়। মাঝেমাঝে তাতে যোগ দেন প্রাক্তন ক্রিকেটারেরাও। এ সবের বিরুদ্ধেই গর্জে উঠেছেন রিজ়ওয়ান।
পাকিস্তান সুপার লিগ শুরুর আগে সংবাদমাধ্যমকে রিজ়ওয়ান বলেছেন, “কে কী বলে পাত্তাই দিই না। আমি যা বলি সেটা মন থেকে বলি। তার জন্য আমি গর্বিত। আমি ইংরেজি জানি না। আমার একমাত্র আক্ষেপ হল, পড়াশোনা করার যথেষ্ট সুযোগ পাইনি। কিন্তু পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক হয়েও ইংরেজি বলতে পারি না বলে এক শতাংশও লজ্জিত নই।”
আরও পড়ুন:
রিজ়ওয়ানের সাফ কথা, লোকে তাঁর থেকে ভাল ক্রিকেট খেলা দেখতে চায়। তিনি কত ভাল ইংরেজি বলতে পারেন তা নয়। রিজ়ওয়ান বলেছেন, “আমি ভাল করে পড়াশোনা সম্পূর্ণ করতে পারিনি বলে ইংরেজি বলতে সমস্যা হয়। তাই জন্যই জুনিয়র ক্রিকেটারদের বলি ভাল করে পড়াশোনা করতে, যাতে তারা ভাল ইংরেজি বলতে পারে। এই মুহূর্তে লোকে আমার খেলা দেখতে চায়। বোর্ড কখনও বলেনি ভাল করে ইংরেজি বলতে। যে দিন সেটা বলবে, সে দিন ক্রিকেট ছেড়ে অধ্যাপক হয়ে যাব।”