Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Babar Azam

বাবরের নেতৃত্ব কেড়ে নেওয়ার দাবি ভারতের জামাইয়ের, নিজের দেশেই চাপে পাক অধিনায়ক

নিজের দেশেই চাপে বাবর আজ়ম। বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের বর্তমান ও প্রাক্তন ক্রিকেটারেরা তাঁর সমালোচনা শুরু করেছেন।

Babar Azam

বাবর আজ়ম। —ফাইল চিত্র

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৩ ১৫:০২
Share: Save:

ভারতের কাছে হারের পর নিজের দেশেই চাপে বাবর আজ়ম। পাকিস্তানের বর্তমান ও প্রাক্তন ক্রিকেটারেরা তাঁর সমালোচনা শুরু করেছেন। শোয়েব মালিক তো সরাসরি বাবরের নেতৃত্ব কেড়ে নেওয়ার দাবি জানিয়েছেন। ভারতের জামাইয়ের (ভারতের প্রাক্তন টেনিস তারকা সানিয়া মির্জার স্বামী শোয়েব) মতে, অধিনায়কত্ব ছাড়লে তবেই ব্যাটার বাবরকে দেখা যাবে।

ভারত-পাকিস্তান ম্যাচের পরে একটি টেলিভিশন অনুষ্ঠানে শোয়েব বলেন, ‘‘সত্যি কথা বলতে, বাবর একসঙ্গে দুটো চাপ সামলাতে পারছে না। ওর অধিনায়কত্ব কেড়ে নেওয়া উচিত। কারণ, ও নিজে কখনওই অধিনায়কত্ব ছাড়বে না। একমাত্র অধিনায়কত্ব থেকে সরিয়ে দিলেই সত্যিকারের ব্যাটার বাবরকে দেখা যাবে। সেটা পাকিস্তান ক্রিকেটের পক্ষেই ভাল।’’

অতীতেও বাবরের নেতৃত্ব ছাড়ার কথা বলেছিলেন শোয়েব। সেই সময় তিনি পাকিস্তান দলে খেলতেন। এই নিয়ে বাবরের সঙ্গে শোয়েবের সমস্যাও হয়েছিল। তার পর থেকেই নাকি পাকিস্তান দলে আর সুযোগ পান না এক সময়ের অধিনায়ক শোয়েব। তিনি বলেন, ‘‘আমি আগেও বলেছি বাবরের উচিত নেতৃত্ব ছেড়ে দেওয়া। সেটা বলার একমাত্র কারণ, যাতে বাবর নিজের ব্যাটিংয়ের দিকেই শুধু মন দিতে পারে। কিন্তু ও আমার কথা বুঝতে পারেনি। আসলে আমাদের দলে সবার খুব ইগোর সমস্যা। কেউ কারও কথা শুনতে চায় না।’’

বাবর অধিনায়কত্ব ছাড়লে পাকিস্তানের পরবর্তী অধিনায়ক কে হতে পারেন সেই নামও বলেছেন শোয়েব। তিনি বলেন, ‘‘বাবরের পরে শাহিন (আফ্রিদি) রয়েছে। পাকিস্তান সুপার লিগে শাহিন অধিনায়কত্ব করে। ওর মধ্যে ভাল অধিনায়ক হওয়ার সব গুণ আছে। আর পাকিস্তান এর আগেও অনেক পেস বোলার অধিনায়ক পেয়েছে। তারা সফলও হয়েছে। আর এক জনকে পেতে সমস্যা কোথায়?’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE