পাকিস্তান দলে একতা নেই। এমনটাই অভিযোগ পাক অলরাউন্ডার ফাহিম আশরাফের। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে ৮৪ রানে হেরে যায় পাকিস্তান। সেই হার মেনে পারছেন না ফাহিম। দলের মানসিকতায় বদল চাইছেন তিনি।
৩১ বছরের ফাহিম দেশের হয়ে ১৭টি টেস্ট, ৩৬টি এক দিনের ম্যাচ এবং ৪৮টি টি-টোয়েন্টি খেলেছেন। যদিও ২০২৩ সালের পর থেকে দলে সুযোগ পাচ্ছিলেন না। তিনি। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে দলে ফেরানো হয়েছে তাঁকে। প্রথম ম্যাচে ২২ রান করেছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে করেন ৭৩ রান। একটি উইকেটও নেন। ফাহিম বলেন, “দলের প্রত্যেকে জয়ের জন্য খেলছে। তবে আমার মনে হয়, সকলে যদি মাঠে নেমে শুধু নিজের কাজটুকু করে চলে যায়, তা হলে হবে না। এ ভাবে ক্রিকেট হয় না। দল হিসাবে একে অপরের পাশে থাকতে হবে। তা হলেই ভাল খেলবে সকলে। নিজের খেলাটা খেললাম, আর কোনও কিছু নিয়ে ভাবলাম না, তা হলে হবে না।”
আরও পড়ুন:
দ্বিতীয় এক দিনের ম্যাচে পাকিস্তানের লক্ষ্য ছিল ২৯৩ রান। কিন্তু দলের প্রথম সারির কোনও ব্যাটার রান করতে পারেননি। দুই ওপেনার আবদুল্লা শফিক (১) এবং ইমাম-উল-হক (৩) ব্যর্থ হন। বাবর আজ়ম (১) রান পাননি। অধিনায়ক মহম্মদ রিজ়ওয়ান (৫) এবং সলমন আঘাও (৯) রান করতে পারেননি। যে কারণে কখনও পাকিস্তান জিততে পারে, এমনটা মনেই হয়নি। ৩২ রানের মধ্যে ৫ উইকেট চলে যায় পাকিস্তানের।
দলের এমন ব্যর্থতার কারণ ব্যাখ্যা করেছেন রিজ়ওয়ান। তিনি বলেন, “আমরা ভাল খেলিনি। আমরা সুইংটাকে ব্যবহার করতে পারিনি। ওরা পেরেছে। সুইং কাজে লাগাতে পেরেছিল ওদের বোলারেরা। পরে ফাহিম এবং নাসিম (শাহ) ব্যাট হাতে লড়াই করে। খুবই কঠিন পরিস্থিতি ছিল। আমরা পেশাদার ক্রিকেটার। কোনও অজুহাত দেব না। ওদের বোলারেরা ধারাবাহিকতা দেখিয়েছে। আমরা বল এবং ব্যাট হাতে ইনিংসের প্রথম ১০ ওভারে ব্যর্থ হয়েছি।”