বোর্ড সভাপতি রজার বিন্নী। ছবি পিটিআই
তিনি যে বিসিসিআইয়ের সভাপতি হতে পারেন, এটা কল্পনাতেও ছিল না রজার বিন্নীর। নিজেই জানালেন, খবর জানতে পেরে তাঁর রাতের ঘুম উড়ে গিয়েছিল। ব্যাপারটা হজম করতেই অনেক সময় চলে গিয়েছিল। এক সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বিন্নী।
নতুন বোর্ড সভাপতি বলেছেন, “মনোনয়ন জমা দেওয়ার সময় খবরটা শুনে অবাক হয়ে গিয়েছিলাম। বোর্ডে কোনও পদে আসতে পারি, এটা আশা করেছিলাম। কিন্তু সর্বোচ্চ পদ পেয়ে যাব, এটা ভাবতে পারিনি। যখন আমাকে বলা হল পরবর্তী সভাপতি আমি, সেটা মেনে নিতে গোটা একটা রাত সময় লেগেছিল।”
এক বার দায়িত্ব পাওয়ার পর মন দিয়েই কাজটা করতে চান বিন্নী। বলেছেন, “ক্রিকেটের সঙ্গে পাঁচ দশকেরও বেশি জড়িত। অনেক ভূমিকা পালন করেছি। প্রশাসনেও নতুন নই। নিত্যনতুন চ্যালেঞ্জ নিতে ভালবাসি। আশা করি বোর্ড সভাপতি হিসেবেও সময়টা উপভোগ করব। নিজের সমস্ত ক্রিকেটীয় অভিজ্ঞতা কাজে লাগাব। দেশের অনেক প্রান্তে ঘুরেছি। জানি যে কোথায় আমাদের খামতি রয়েছে এবং কোন জিনিসটা দরকার। তিন বছরের মেয়াদ আছে আমার হাতে। তাই নিজের সর্বোচ্চ দক্ষতা কাজে লাগাতে চাই। আমার পরে যে-ই আসুক, তার যাতে কোনও অসুবিধা না হয়।”
The new office bearers of BCCI ✅
— BCCI (@BCCI) October 18, 2022
Representatives in the IPL Governing Council ✅
Representative of the General Body elected in the Apex Council of the BCCI ✅ pic.twitter.com/BTvaGT2Otc
প্রশাসনে ক্রিকেটার থাকা খুবই ভাল বলে মনে করেন বিন্নী। তাঁর কথায়, “১৯৯৮-এ প্রশাসনে এসেছি। অনেক ক্রিকেটার একত্র হয়ে কর্ণাটক রাজ্য সংস্থার সঙ্গে যোগাযোগ করি। তখন আমি পরিচালন সমিতিতে ছিলাম। জানতাম আমরা ক্রিকেটের প্রশাসনে থেকে কাজ করতে পারি। তখনই প্রশাসনে আসা। তার পরে অনেক কিছু শিখেছি।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy