Advertisement
০৫ নভেম্বর ২০২৪
T20 World Cup 2024

এক দিনের বিশ্বকাপের মাঝেই টি২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন দু’দেশের, কারা ছাড়পত্র পেল?

ক্রিকেট বিশ্ব মেতে রয়েছে এক দিনের বিশ্বকাপ নিয়ে। তার মধ্যেই টি২০ বিশ্বকাপ খেলার ছাড়পত্র পেয়ে গেল এশিয়ার দু’টি দেশ।

picture of T20 World Cup Trophy

টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৩ ১৫:৪২
Share: Save:

ক্রিকেটপ্রেমীদের নজর এখন এক দিনের বিশ্বকাপের দিকে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কর্তারাও ব্যস্ত বিশ্বকাপ নিয়ে। তার মধ্যেই ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করল এশিয়ার দু’টি দেশ।

আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল নেপাল এবং ওমান। এশীয় অঞ্চলের যোগ্যতা অর্জন প্রতিযোগিতার ফাইনালে ওঠার সঙ্গে সঙ্গে পরের ২০ ওভারের বিশ্বকাপের টিকিট পেয়ে গেল দুই দেশ। প্রতিযোগিতার সেমিফাইনালে বাহরিনকে ১০ উইকেটে হারিয়েছে ওমান। অন্য সেমিফাইনালে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৮ উইকেটে জিতেছে নেপাল।

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজ় এবং আমেরিকায়। দুই আয়োজক দেশ-সহ মোট ২০টি দেশ অংশগ্রহণ করবে। নেপাল এবং ওমান যোগ্যতা অর্জন করার পর প্রতিযোগিতার ১৮টি দেশ চূড়ান্ত হয়ে গেল। বাকি দু’টি দেশ আসবে আফ্রিকা থেকে। নভেম্বরের শেষ দিকে হবে আফ্রিকা অঞ্চলের যোগ্যতা অর্জন পর্বের প্রতিযোগিতা।

দুই আয়োজক ছাড়া এখনও পর্যন্ত ২০২৪ সালের প্রতিযোগিতায় খেলার ছাড়পত্র পেয়েছে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আটটি দল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউ জ়িল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা। আইসিসির টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমতালিকার মাপকাঠিতে ছাড়পত্র পেয়েছে আফগানিস্তান এবং বাংলাদেশ।

এ ছাড়া ইউরোপীয় অঞ্চলের যোগ্যতা অর্জন পর্ব থেকে বিশ্বকাপের টিকিট পেয়েছে আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড। পূর্ব এশীয়-প্যাসিফিক অঞ্চলের যোগ্যতা অর্জন পর্ব থেকে জায়গা করে নিয়েছে পাপুয়া নিউ গিনি। আমেরিকা অঞ্চলের যোগ্যতা অর্জন পর্বের প্রতিযোগিতা জিতে এসেছে কানাডা।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE