Advertisement
২২ জানুয়ারি ২০২৫
IPL 2025

দু’বারের বিশ্বজয়ী কোচের সঙ্গে চুক্তি মুম্বই ইন্ডিয়ান্সের, কে যোগ দিলেন হার্দিক, রোহিতদের আইপিএল দলে

সাত বছর ধরে মুম্বইয়ের ফিল্ডিং কোচ ছিলেন প্যামেন্ট। তাঁর জায়গায় নিয়ে আসা হল ইংল্যান্ডকে দু’বার বিশ্বকাপ জেতানো ফিল্ডিং কোচ হপকিনসনকে। গত নভেম্বরেই বেন স্টোকসদের দায়িত্ব ছাড়েন তিনি।

picture of Rohit Sharma and Hardik pandya

(বাঁ দিকে) রোহিত শর্মা এবং হার্দিক পাণ্ড্য (ডান দিকে)। ছবি: এক্স (টুইটার)।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ১৯:৩২
Share: Save:

ইংল্যান্ডের প্রাক্তন ফিল্ডিং কোচ কার্ল হপকিনসনকে নিয়োগ করল মুম্বই ইন্ডিয়ান্স। আগামী আইপিএলে হার্দিক পান্ড্য, রোহিত শর্মাদের দলের ফিল্ডিংয়ের দিকটি দেখভাল করবেন তিনি। শুক্রবার সরকারি ভাবে হপকিনসনকে নিয়োগের কথা ঘোষণা করেছেন মুম্বই কর্তৃপক্ষ।

ইংল্যান্ডের জার্সি গায়ে কখনও খেলা হয়নি হপকিনসনের। তবে সাসেক্সের হয়ে ২০০০ থেকে ২০০৯ পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন। ক্রিকেটার হিসাবে তেমন সাফল্য না পেলেও কোচ হিসাবে সফল ৪৩ বছরের হপকিনসন। ফিল্ডিং কোচ হিসাবে তাঁর পরিচিতি রয়েছে ক্রিকেট বিশ্বে। সাফল্যের খোঁজে তাঁকেই দলের ফিল্ডিং কোচ হিসাবে নিয়োগ করলেন মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ। জেমস প্যামেন্টের স্থলাভিষিক্ত হলেন তিনি। গত সাত বছর ধরে মুম্বইয়ের ফিল্ডিং কোচ ছিলেন প্যামেন্ট। তাঁকে বিদায় জানিয়ে সমাজমাধ্যমে মুম্বই কর্তৃপক্ষ লিখেছেন, ‘‘কয়েক বছর ধরে মূল্যবান সহযোগিতার জন্য জেমস প্যামেন্টের প্রতি আমরা কৃতজ্ঞ। আপনি সব সময় ওয়াংখেড়েতে স্বাগত। একই রকম ভালবাসা থাকবে আপনার জন্য।’’

২০১৮ সালে ইংল্যান্ডের জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসাবে যোগ দেন হপকিনসন। তাঁর কার্যকালে ২০১৯ সালে এক দিনের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপও জেতে ইংল্যান্ড। সে বছরই ইংল্যান্ডকে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে তোলার পিছনেও হপকিনসনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

গত নভেম্বরে ইংল্যান্ডের জাতীয় দলের ফিল্ডিং কোচের দায়িত্ব ছেড়ে দেন হপকিনসন। তার পরেই তাঁর সঙ্গে যোগাযোগ করে মুম্বই ইন্ডিয়ান্স। শেষ পর্যন্ত মুম্বইয়ের সঙ্গেই চুক্তিবদ্ধ হলেন ইংরেজ কোচ।

অন্য বিষয়গুলি:

IPL 2025 Mumbai Indians Rohit Sharma Hardik Pandya Fielding Coach
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy