Advertisement
E-Paper

বাইরে রাত কাটিয়ে ভোর ৬টায় হোটেলে, ও নিজেই নিজের শত্রু, ‘অবাধ্য’ পৃথ্বীকে নিয়ে মুখ খুলল মুম্বই

সদ্য বিজয় হজারের দল থেকে বাদ দেওয়া হয়েছিল তাঁকে। সেই পৃথ্বী শ-কে নিয়ে মুখ খুলল মুম্বই ক্রিকেট সংস্থা। এক কর্তা জানালেন, পৃথ্বীর পতনের জন্য তিনি নিজেই দায়ী। একের পর বিস্ফোরক তথ্য তুলে ধরেছেন তিনি।

cricket

পৃথ্বী শ। — ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১৭:২৫
Share
Save

সদ্য বিজয় হজারের দল থেকে বাদ দেওয়া হয়েছিল তাঁকে। তা নিয়ে তিনি সমাজমাধ্যমে আবেগঘন বার্তাও দিয়েছিলেন। সেই পৃথ্বী শ-কে নিয়ে এ বার মুখ খুলল মুম্বই ক্রিকেট সংস্থা (এমসিএ)। পৃথ্বীকে বাদ দেওয়ার কারণে সংস্থার সমালোচনা করা হয়েছিল। তার জবাব দিলেন এক কর্তা। জানালেন, পৃথ্বীর পতনের জন্য তিনি নিজেই দায়ী।

সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে একের পর বিস্ফোরক তথ্য তুলে ধরেছেন এক এমসিএ কর্তা। জানিয়েছেন, সারা রাত বাইরে কাটিয়ে ভোর ৬টায় হোটেলে ঢুকতেন পৃথ্বী। প্রায়ই অনুশীলনে আসতেন না। তাঁকে মাঠে ‘লুকিয়ে’ রাখতে হত।

ওই কর্তা বলেছেন, “সৈয়দ মুস্তাক আলিতে ১০ জন ফিল্ডারে খেলতে হত আমাদের। পৃথ্বীকে জোর করে লুকিয়ে রাখতাম। বল ওর পাশ দিয়ে গেলেও ধরতে পারত না। ব্যাটিংয়ের সময়েও দেখতাম কী ভাবে বলের কাছে পৌঁছতে ওর সমস্যা হচ্ছে। ওর ফিটনেস, শৃঙ্খলা এবং হাবভাব খুব খারাপ। কোনও ক্রিকেটারের জন্য আলাদা কোনও নিয়ম হতে পারে না। দলের সিনিয়র ক্রিকেটারেরাও ওর মানসিকতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছিল।”

বিজয় হজারের দলে জায়গা না পেয়ে সমাজমাধ্যমে পৃথ্বী লিখেছিলেন, ‘‘হে ঈশ্বর, আমায় আর কী দেখতে হবে! ৬৫টি ইনিংসে আমার রান ৩৩৯৯। গড় ৫৫.৭। স্ট্রাইক রেট ১২৬। তা-ও আমি যথেষ্ট ভাল নই? তবু আমি আপনার উপর বিশ্বাস রাখব। আশা করি, অন্যেরাও আমাকে বিশ্বাস করেন। আমি নিশ্চিত ভাবে ফিরে আসব।’’ তবে এমসিএ কর্তা বলেছেন, “এ ধরনের পোস্টে নির্বাচকদের কারও কিছু যাবে-আসবে না।”

দেশের অন্যতম সেরা প্রতিভাবান ব্যাটার হিসাবে উঠে এসেছিলেন পৃথ্বী। একটা সময় পর্যন্ত সাফল্যের সঙ্গে খেলেছেন বিভিন্ন স্তরে। ভারতীয় দলেও সুযোগ পেয়েছিলেন। কিন্তু নিজেকে ধরে রাখতে পারেননি। মাঠে এবং মাঠের বাইরে বার বার বিতর্কে জড়িয়েছেন। বিশৃঙ্খলার অভিযোগে বাদ পড়েছিলেন মুম্বইয়ের রঞ্জি দল থেকেও। তাঁকে নিয়ে বিরক্তি গোপন করেননি মুম্বইয়ের টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকেরা। ফর্মে না-থাকা, দলীয় শৃঙ্খলাভঙ্গ ছাড়াও পৃথ্বীর মেদবহুল শরীরের কথা বলেছিলেন তাঁরা। পরে আইপিএলের নিলামেও দল পাননি পৃথ্বী। দিল্লি ক্যাপিটালসের অন্যতম কর্ণধার পার্থ জিন্দলও ওপেনিং ব্যাটারকে নিয়ে হতাশার কথা বলেছিলেন। সৈয়দ মুস্তাক আলি জিতে মুখ খুলেছিলেন অধিনায়ক শ্রেয়স আয়ারও।

মধ্যপ্রদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই। ধারাবাহিক ভাবে সুযোগ পেলেও ব্যাট হাতে দলকে ভরসা দিতে পারেননি পৃথ্বী। ফাইনালেও করেছিলেন ১০ রান। তার পরই পৃথ্বীকে নিয়ে মুখ খুলেছিলেন শ্রেয়স। তিনি বলেছিলেন, ‘‘বাচ্চা তো নয় যে আগলে আগলে রাখতে হবে। আমাদের পক্ষে সম্ভবও না। এই স্তরে যারা খেলে, তারা সবাই পেশাদার ক্রিকেটার। সবাই জানে কী করা উচিত আর কী উচিত নয়। পৃথ্বীর বিশৃঙ্খলা নতুন কিছু নয়। আগেও অনেক বার করেছে। ওর উচিত নিজের খেলায় মন দেওয়া। বসে ঠান্ডা মাথায় ভাবতে হবে ওকে। এই পরিস্থিতি থেকে নিজেকেই বেরিয়ে আসতে হবে। নিজেই সমস্যার সমাধান খুঁজে পাবে। কারও পক্ষে জোর করে ওকে দিয়ে কিছু করিয়ে নেওয়া সম্ভব নয়।’’

সেই সুরে সুর মিলিয়েই এমসিএ কর্তা বলেছেন, “একটা জিনিস বলতে পারি। পৃথ্বীর শত্রু আর কেউ নয়, ও নিজেই।”

Prithvi Shaw MCA Mumbai Cricket

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}