নতুন দলের হয়ে প্রথম ম্যাচে রান পাননি। তবে দ্বিতীয় ম্যাচে রানে ফিরেছেন কুইন্টন ডি’কক। শুধু রানে ফেরা নয়, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ জেতানো ৯৭ রানের ইনিংস খেলেছেন তিনি। সেই ইনিংসে জোড়া নজির গড়েছেন কলকাতা নাইট রাইডার্সের এই ব্যাটার।
গুয়াহাটির মাঠে এক ইনিংসে সর্বাধিক রান—
গুয়াহাটির বর্ষাপারা স্টেডিয়ামে এক ইনিংসে সর্বাধিক রান করেছেন ডি’কক। এর আগে ২০২৩ সালের আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৮৬ রান করেছিলেন পঞ্জাব কিংসের শিখর ধাওয়ান। এই মাঠে সেটিই ছিল এত দিন সর্বাধিক রান। সেই রেকর্ড ভেঙেছেন ডি’কক।
শুধু তা-ই নয়, এই মাঠে মোট রানের নিরিখেও দ্বিতীয় স্থানে তিনি। রাজস্থানের প্রাক্তন ব্যাটার জস বাটলার দু’টি ম্যাচে ৯৮ রান করেছিলেন। ডি’কক একটি ম্যাচেই করেছেন ৯৭ রান।
আরও পড়ুন:
বিদেশি উইকেটরক্ষকদের মধ্যে সর্বাধিক ৯০-এর বেশি রানের ইনিংস—
আইপিএলে খেলা বিদেশি উইকেটরক্ষক-ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি বার ৯০-এর বেশি রানের ইনিংস খেলেছেন ডি’কক। এই নিয়ে তিন বার ৯০ রানের বেশি করলেন তিনি। তার মধ্যে দু’টি শতরান রয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট, জস বাটলার ও জনি বেয়ারস্টো। তাঁরা তিন জন দু’বার ৯০ রানের বেশি করেছেন। ভারতের ঋদ্ধিমান সাহা ও ঋষভ পন্থও দু’টি ৯০-এর বেশি রানের ইনিংস খেলেছেন। তালিকায় সকলের উপরে রয়েছেন লোকেশ রাহুল। আইপিএলে ছ’বার এই কীর্তি করেছেন তিনি।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ছন্দে দেখিয়েছে ডি’কককে। শুরুতে অযথা তাড়াহুড়ো করেননি তিনি। বল দেখে খেলেছেন। যত খেলা গড়িয়েছে তত হাত খুলেছেন তিনি। ডি’কক জানতেন, তিনি শেষ পর্যন্ত খেললে কলকাতা জিতবে। সেটাই হয়েছে। শেষ পর্যন্ত ৬১ বলে ৯৭ রান করেছেন তিনি। আটটি চার ও ছ’টি ছক্কা মেরেছেন তিনি।
- চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
- গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
-
২৩:২৯
‘ফিনিশার’ হতে পারলেন না ধোনি! নীতীশের ব্যাটিং, হাসরঙ্গের বোলিংয়ে মরসুমের প্রথম জয় রাজস্থানের -
২২:৩০
কলকাতার ‘বিতাড়িত’ নীতীশ-স্টার্ক একই দিনে উজ্জ্বল! সমস্যায় ফেলতে পারেন পুরনো দলকেও -
২১:১৯
নীতীশের ৮১, শুরুটা ভাল করেও ভেঙে পড়ল রাজস্থান, জয়ে ফিরতে ধোনিদের চাই ১৮৩ -
১৯:৫২
অনিকেত তিন বছর বয়সে হারান মাকে, হায়দরাবাদের নতুন ভরসার ক্রিকেট শেখা কাকার উৎসাহে -
১৮:৪৫
স্টার্কের ৫ উইকেট, ব্যাটে ঝড় ডুপ্লেসি-অভিষেকের, দিল্লির কাছেও হার হায়দরাবাদের