সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং লাইন আপে আগ্রাসী ব্যাটারের অভাব নেই। অভিষেক শর্মা, ট্রেভিস হেড, ঈশান কিশন, নীতীশ কুমার রেড্ডি, হেনরিখ ক্লাসেন— একের পর এক নাম। তবু রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সকলকে ছাপিয়ে নজর কেড়ে নিলেন অনিকেত বর্মা।
মধ্যপ্রদেশের ২৩ বছরের ব্যাটার মিচেল স্টার্ক, মুকেশ কুমার, অক্ষর পটেল, কুলদীপ যাদব, মোহিত শর্মার মতো বোলারদের বিরুদ্ধে একাই লড়ে গেলেন বিশাখাপত্তনমের ২২ গজে। তাঁর ৪১ বলে ৭৪ রানের ইনিংসের সুবাদেই দিল্লির বিরুদ্ধে ১৬৩ রান করে প্যাট কামিন্সের দল। তিন বছর বয়সে মাকে হারানো অনিকেতই এ দিন ছিলেন ভরসা। ৫টি চার এবং ৬টি ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে। প্রতি বছরই আইপিএল নতুন নতুন তারকার জন্ম দেয়। রবিবারের দিল্লি-হায়দরাবাদ ম্যাচ ক্রিকেটপ্রেমীদের উপহার দিল অনিকেতকে।
আইপিএলের নিলামে অনিকেতকে ৩০ লাখ টাকায় কিনেছিলেন হায়দরাবাদ কর্তৃপক্ষ। ২০০২ সালে ঝাঁসিতে জন্ম অনিকেতের। তিন বছর বয়সে মা মারা যাওয়ার পর কাকা অমিত বর্মার কাছে মানুষ হয়েছেন তরুণ ব্যাটার। মূলত ক্রিকেটপ্রেমী কাকার উৎসাহেই অনিকেতের ক্রিকেট শেখা শুরু। অনিকেতও ব্যক্তিগত ক্ষতির আঘাত সামলাতে আঁকড়ে ধরেন ক্রিকেট ব্যাট।
আরও পড়ুন:
অনিকেতের ক্রিকেট শুরু রেলওয়ের ইউথ ক্লাবে। তখনই তাঁর প্রতিভা নজর কেড়েছিল। সানরাইজার্স হায়দরাবাদের ট্রায়ালে যোগ দিয়েছিলেন আইপিএলের গত নিলামের আগে। ট্রায়ালে ৭২ রানের আগ্রাসী ইনিংস খেলে হায়দরাবাদ কর্তৃপক্ষের নজর কেড়ে নেন। আর ভাবতে হয়নি তাঁকে। নিলামে তাঁকে তুলে নেন ড্যানিয়েল ভেট্টরিরা। রবিবার দিল্লির বিরুদ্ধে দলের সেই আস্থার মর্যাদা দিলেন অনিকেত। মাতৃহারা অনিকেত ক্রিকেট দিয়েই সাজিয়ে তুলতে চান নিজের জীবন। এখনও অবশ্য প্রথম শ্রেণি বা লিস্ট এ (ঘরোয়া ৫০ ওভারের ম্যাচ) ক্রিকেটে অভিষেক হয়নি অনিকেতের। আইপিএলের আগে মধ্যপ্রদেশের হয়ে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল তাঁর।
- চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
- গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
-
২৩:২৩
বুমরাহকে ছক্কা মেরে করুণের প্রত্যাবর্তন, সাত বছর পর আইপিএলে অর্ধশতরান, তবুও হার দিল্লির -
২১:১৯
রোহিত, হার্দিকের ব্যর্থতা ঢেকে বড় রান মুম্বইয়ের, অপরাজিত থাকতে দিল্লির লক্ষ্য ২০৬ রান -
১৯:১৩
ব্যাটে গন্ডগোল! ম্যাচের মাঝেই সল্ট এবং হেটমেয়ারের ব্যাট পরীক্ষা করলেন মাঠের আম্পায়ার -
১৮:৫১
দুই দলের ক্যাচ ফেলার প্রতিযোগিতা, সল্ট-কোহলিতে আইপিএলে রাজস্থানকে হারাল বেঙ্গালুরু -
১৫:০৯
‘স্টুডিয়োয় বসে মন্তব্য করা সহজ’, আইপিএলের ধারাভাষ্যকারদের উপর রেগে লাল লখনউয়ের শার্দূল