Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Ishan Porel

Ishan Porel: মায়ের সঙ্গে চিকিৎসকের ‘দুর্ব্যবহার’! ফুঁসছেন বাংলার পেসার ঈশান

পঞ্জাব কিংসের প্রথম ম্যাচ ২৭ মার্চ। ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে নামবে তারা। সেই ম্যাচে ঈশানকে দেখতে পাওয়ার আশায় বাংলার ক্রিকেটপ্রেমীরা।

চিকিৎসকের ব্যবহার ভাল লাগেনি ঈশানের।

চিকিৎসকের ব্যবহার ভাল লাগেনি ঈশানের। ছবি: ফেসবুক থেকে

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ মার্চ ২০২২ ১৫:২৫
Share: Save:

ক্রুদ্ধ ঈশান পোড়েল। এই মুহূর্তে আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে খেলার জন্য পরিবার ছেড়ে মুম্বইয়ে তিনি। কিন্তু চন্দননগরে তাঁর মায়ের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে ক্ষুব্ধ বাংলার পেসার।

শুক্রবার রাতে ফেসবুকে একটি পোস্ট করেন ঈশান। সেখানে নিজের ক্ষোভ উগরে দিলেন তিনি। ঈশান লেখেন, ‘অনলাইনে কখনও কোনও বিষয় নিয়ে এই ভাবে লিখিনি। আমার মা চন্দননগরে এক চিকিৎসকের কাছে যান। কিন্তু আমার মা কিছু ওষুধ সম্পর্কে তাঁর কাছে জানতে চাইলে সেই চিকিৎসক হঠাৎ খুব খারাপ ব্যবহার শুরু করেন। তিনি বলেন, ‘আপনি আমাকে নয়, মানসিক ডাক্তার দেখান।’ এবং সেই সঙ্গে বলেন, ‘চিন্তা নেই, জীবনহানী হবে, এ রকম কোনও রোগ আপনার নেই।’

তাঁর মায়ের সঙ্গে চিকিৎসকের এই ধরনের ব্যবহার ভাল লাগেনি ঈশানের। তিনি লেখেন, ‘জানেন আমার সব থেকে খারাপ কী লেগেছে? এই চিকিৎসকের দায়িত্বজ্ঞানহীনতা। তিনি যেন এই ধরনের ব্যবহার করার অধিকারী। নিজের ক্ষমতার অপব্যবহার করে এক জন মানুষকে নিয়ে কৌতুক করছেন তিনি। আমার মাকে মানসিক ভাবে অসুস্থ বলে মুখ বন্ধ করার চেষ্টা করছেন তিনি। মানসিক অসুস্থতা যেন খুব সহজ জিনিস এবং সেটা যে কোনও পরিস্থিতিতে বলা যেতে পারে।’

ঈশানের সেই পোস্ট।

ঈশানের সেই পোস্ট। ছবি: ফেসবুক থেকে

মায়ের থেকে অনেক দূরে রয়েছেন ঈশান। মায়ের উপর ঘটে যাওয়া এই ঘটনা শুনে মুম্বই থেকে রাগে ফুটছেন বাংলার পেসার। সেই কথা লিখেছেন ফেসবুকেই। ঈশান লেখেন, ‘আমার মায়ের সেই সময়ের অবস্থার কথা ভাবলেই রক্ত গরম হয়ে যাচ্ছে। এই রকম সম্মানিত পেশাকে এই ধরনের কয়েক জন অনৈতিক ব্যক্তি নীচে নামিয়ে দেন। চাইব কাউকে যেন এমন পরিস্থিতির শিকার না হতে হয়।’

মায়ের পাশে স্বশরীরে উপস্থিত থাকতে পারেননি ঈশান। তিনি লেখেন, ‘এটা সকলের সঙ্গে ভাগ না করে পারলাম না। সম্মান অর্জন করে নিতে হয়। ডিগ্রি দিয়ে সেটা পাওয়া যায় না। সামনের মানুষের প্রতি ব্যবহার দিয়ে সেটা অর্জন করা সম্ভব। ধন্যবাদ।’

পঞ্জাব কিংসের প্রথম ম্যাচ ২৭ মার্চ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে নামবে তারা। সেই ম্যাচে ঈশানকে দেখতে পাওয়ার আশায় বাংলার ক্রিকেটপ্রেমীরা।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE