উইমেন্স প্রিমিয়ার লিগে সোমবার রিচা ঘোষের করা একটি রান আউট নিয়ে চর্চা তুঙ্গে। তাঁর জন্যই ম্যাচ গিয়েছিল সুপার ওভারে। যদিও সেখানে তাঁর দল জিততে পারেনি। তবে রিচার করা রান আউটটির তুলনা শুরু হয়েছে মহেন্দ্র সিংহ ধোনির করা একটি রান আউটের সঙ্গে। দু’টি রান আউটই হয় বেঙ্গালুরুর মাঠে।
২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ধোনির সেই রান আউট ভারতকে জিতিয়েছিল। রিচা যদিও তাঁর দলকে জেতাতে পারেননি। ন’বছর আগে বেঙ্গালুরুতে ধোনি উইকেটের পিছন থেকে দৌড়ে এসে মুস্তাফিজুর রহমানকে রান আউট করেছিলেন। সেই ভাবেই রিচা সোমবার দৌড়ে এসে রান আউট করেন সোফি একলেস্টনকে। তাঁর উপস্থিত বুদ্ধির তারিফ চলছে ক্রিকেট মহলে। একই মাঠে একই ধরনের রান আউটের কারণেই ধোনির সঙ্গে তুলনা হয়ে গিয়েছে রিচার।
আরও পড়ুন:
একলেস্টনকে আউট করলেও তিনিই ম্যাচটি জেতান। প্রথমে ব্যাট করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৮০ রান তুলেছিল। জবাবে ব্যাট করতে নেমে ইউপি ওয়ারিয়র্জ়ও ১৮০ রান করে। তাদের হয়ে ১৯ বলে ৩৩ রান করেন একলেস্টন। শেষ মুহূর্তে তাঁর করা রানেই ম্যাচে ফিরেছিল ইউপি। সুপার ওভারেও দলকে জেতান সেই একলেস্টন। সুপার ওভারে ইউপি ৮ রান করেছিল একটি উইকেট হারিয়ে। কিন্তু বেঙ্গালুরু সেই রান করতে পারেনি একলেস্টনের জন্য। তিনি সুপার ওভারে মাত্র ৪ রান দেন।