বিরাট কোহলি পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে ভারতকে জেতানোর পর দিনই হেরে গেল তাঁর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মহিলাদের আইপিএলে সুপার ওভারে ইউপি ওয়ারিয়র্জের কাছে হারল বেঙ্গালুরু।
প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু ২০ ওভারে ৬ উইকেটে ১৮০
রান তোলে। জবাবে ইউপি শেষ ওভারে ১৮০ রানে অলআউট হয়ে যায়। সুপার ওভারে ইউপি ১ উইকেটে ৮ রান করে। বেঙ্গালুরু ৪ রানের বেশি করতে পারেনি।
ইউপি টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। বেঙ্গালুরুকে বড় রানে পৌঁছে দেন এলিস পেরি এবং ড্যানি ওয়্যাট। পেরি ৫৬ বলে ৯০ রান করে অপরাজিত থাকেন। ওয়্যাট ৫৭ রান করেন। বাকিরা কোউ রান পাননি। ইউপি-র চিনেল হেনরি, দীপ্তি শর্মা ও তাহিলা ম্যাকগ্রা একটি করে উইকেট পান।
রান তাড়া করতে নেমে ইউপি নিয়মিত উইকেট হারাতে থাকে। একটা সময়ে ১৩৪ রানে ৮ উইকেটে পড়ে গিয়েছিল তাদের। সেখান থেকে দলকে টানেন সোফি একলেসটন। তিনি ১৯ বলে ৩৩ রান করেন।তিনিই ইনিংসের শেষ বলে রান আউট হন। স্নেহ রানা ৩টি এবং রেনুকা সিংহ ও কেম গার্থ দু’টি করে উইকেট নেন।
সুপার ওভারে ইউপি-র কাছে দাঁড়াতে পারেনি।