ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কড়া বোর্ড। ফাইল ছবি।
৯ জুন থেকে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেই উপলক্ষ্যে লোকেশ রাহুলের নেতৃত্বে ১৮ সদস্যের ভারতীয় দল বেছে নিয়েছেন নির্বাচকরা। দলে থাকলেও ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, হার্দিক পাণ্ড্যদের দেশের হয়ে খেলা অনিশ্চিত। কারণ, ভারতীয় বোর্ডের নিয়ম।
দু’মাস ধরে আইপিএল খেলছেন সকলেই। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন ভারতীয় দলের সদস্যরা। অর্থাৎ, তাঁরা আলাদা আলাদা অনুশীলন সূচির মধ্যে রয়েছেন। কোচ, ট্রেনার, ফিজিয়ো সবই আলাদা। সঙ্গে রয়েছে টানা খেলার ধকল। তাই আইপিএল শেষ হলেই দলের সকলকে ফিটনেস পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই দেশের হয়ে খেলার ছাড়পত্র পাবেন ক্রিকেটাররা।
বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ‘‘দক্ষিণ আফ্রিকা সিরিজের দলের সবাইকে এনসিএ-তে ফিটনেস শিবিরে যোগ দিতে হবে। অনেকেরই ছোটখাট চোট রয়েছে। তাই এই শিবিরটাকে আমরা খুব গুরুত্ব দিচ্ছি। যেমন হর্ষল পটেলেরই সেলাই রয়েছে। সকলে ঠিক অবস্থায় রয়েছে, এটা নিশ্চিত হওয়া জরুরি।’’
দলের সব সদস্যকে ৫ জুন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দিতে বলা হয়েছে। সেখানেই হবে সকলের ফিটনেস পরীক্ষা। এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণ এবং ফিজিয়ো নীতিন পটেলের নেতৃত্বে চলবে জাতীয় দলের ফিটনেস শিবির। দু’দিনের শিবিরের পর ৭ জুন ক্রিকেটাররা উড়ে যাবেন দিল্লি। সেখানেই ৯ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। কোচ রাহুল দ্রাবিড় সম্ভবত দিল্লিতেই সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy