Indian originated player Ish Sodhi was architect behind New Zealand’s victory over India in T20 World Cup 2021 dgtl
T20 World Cup 2021
T20 World Cup 2021: পাড়ার লোকের হাতেই বিধ্বস্ত কোহলী, কে এই নিউজিল্যান্ডের পঞ্জাবি বোলার ইশ সোধি
ভারতের বিরুদ্ধে টি২০-তে তাঁর রেকর্ড বরাবরই ভাল। রবিবারও রোহিত শর্মা ও বিরাট কোহলীর উইকেট নিয়ে দলের কোমর ভেঙে দেন কিউয়ি স্পিনার ইশ সোধি।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২১ ১৫:৩৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১১
ভারতের বিরুদ্ধে টি২০-তে তাঁর রেকর্ড বরাবরই ভাল। রবিবারও রোহিত শর্মা ও বিরাট কোহলীর উইকেট নিয়ে দলের কোমর ভেঙে দেন নিউজিল্যান্ডের স্পিনার ইশ সোধি। জন্মসূত্রে ভারতীয় সোধি কী ভাবে এত ভাল স্পিনার হয়ে উঠলেন?
০২১১
আসল নাম ইন্দ্রবীর সিংহ সোধি। জন্ম পঞ্জাবের লুধিয়ানাতে। মাত্র চার বছর বয়সে বাবা-মার সঙ্গে নিউজিল্যান্ড চলে যান সোধি। তার পর থেকে সেখানেই থেকেছেন।
০৩১১
স্কুলে পড়ার সময় এক জন অলরাউন্ডার হিসাবে খেলতেন। কিন্তু ধীরে ধীরে ব্যাটের বদলে বেশি মন দেন বলে। এই মুহূর্তে নিউজিল্যান্ডের এক নম্বর লেগ স্পিনার তিনি।
০৪১১
২০১৩ সালে বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় সোধির। পরের বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০-তে অভিষেক। ২০১৫ সালে এক দিনের দলেও সুযোগ পান। জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলেন প্রথম ম্যাচ।
০৫১১
এখনও পর্যন্ত ১৭টি টেস্টে ৪১টি উইকেট নিয়েছেন সোধি। ৩৩টি এক দিনের ম্যাচে নিয়েছেন ৪৩টি উইকেট। আর ৫৯টি টি২০ ম্যাচ খেলে তাঁর ঝুলিতে ৭৭টি উইকেট রয়েছে।
০৬১১
নিউজিল্যান্ডের জাতীয় দল ছাড়াও বিগ ব্যাশ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলেন সোধি। খেলেছেন আইপিএল-এও। ২০১৮-১৯ মরসুমে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন তিনি।
০৭১১
বিভিন্ন দেশে খেলার অভিজ্ঞতা সোধিকে টি২০-র অন্যতম সেরা বোলার করে তুলেছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ১৮৬টি টি২০ ম্যাচে ২০৭টি উইকেট নিয়েছেন তিনি। সেরা বোলিং ১১ রান দিয়ে ৬ উইকেট।
০৮১১
ভারতের বিরুদ্ধে টি২০ ক্রিকেটে সব থেকে বেশি উইকেট নিয়েছেন সোধি। ১৩ ম্যাচে ১৯ উইকেট রয়েছে তাঁর। বোলিং গড় ১৭.৯৪। ওভার পিছু রান দিয়েছেন ৭.২৫। সেরা বোলিং ১৮ রান দিয়ে ৩ উইকেট।
০৯১১
ভারত ছাড়াও অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিরুদ্ধে সফল সোধি। অজিদের বিরুদ্ধে ৯ ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে ৫ ম্যাচে নিয়েছেন ১২ উইকেট।
১০১১
ভারতের বিরুদ্ধে তো বটেই, ভারতের উইকেটেও বেশ সফল বোলার সোধি। ভারতে মোট ৮টি টি২০ ম্যাচ খেলে ১৫টি উইকেট নিয়েছেন তিনি। বোলিং গড় ১২.৮৬। ওভার পিছু রান দিয়েছেন ৬.৫০। সেরা বোলিং ২০১৬ টি২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ১৮ রান দিয়ে ৩ উইকেট।
১১১১
২৯ বছরের সোধি টি২০ ক্রমতালিকায় বিশ্বের সেরা বোলারও হয়েছেন। ২০১৮ সালের জানুয়ারি মাসে তিনি ছিলেন বিশ্বের সেরা বোলার। বর্তমানে টি২০ বোলারদের ক্রমতালিকায় তিনি রয়েছেন ১৬ নম্বরে।