Advertisement
১৯ সেপ্টেম্বর ২০২৪
Ishan Kishan

রিঙ্কু, সূর্যকুমারদের পথে ঈশান, ঘরোয়া ক্রিকেটে বল হাতে দেখা গেল বাঁহাতি ব্যাটারকে

হায়দরাবাদের বিরুদ্ধে ব্যাট হাতে রান পাননি ঈশান কিশন। কিন্তু বুচি বাবু প্রতিযোগিতায় অন্য রূপে দেখা গেল তাঁকে। বল করলেন তিনি।

cricket

ঈশান কিশন। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৪ ১৮:৪৯
Share: Save:

গৌতম গম্ভীরের কোচিংয়ে রিঙ্কু সিংহ, সূর্যকুমার যাদবদের বল করতে দেখা গিয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে বল হাতে দলকে জিতিয়েছেন তাঁরা। সেই একই ভূমিকায় এ বার দেখা গেল ঈশান কিশনকে। বুচি বাবু প্রতিযোগিতায় বল করলেন তিনি। তবে কি জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য এ বার রিঙ্কু, সূর্যদের পথেই এগোচ্ছেন ঈশান?

বুচি বাবু প্রতিযোগিতায় হায়দরাবাদের বিরুদ্ধে বল করতে দেখা গিয়েছে ঈশানকে। ডানহাতি স্পিন বল করেছেন তিনি। দু’ওভার বল করে ৫ রান দিয়েছেন ঈশান। কোনও উইকেট পাননি তিনি।

মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে শতরান করেছিলেন ঈশান। দ্বিতীয় ইনিংসে জোড়া ছক্কা ঝাড়খণ্ডকে জিতিয়েছিলেন তিনি। কিন্তু হায়দরাবাদের বিরুদ্ধে রান পাননি ঈশান। প্রথম ইনিংসে ১ ও দ্বিতীয় ইনিংসে ৫ রান করেন ঝাড়খণ্ডের অধিনায়ক। ভাল খেলতে পারেনি ঝাড়খণ্ড। হারের মুখে দাঁড়িয়ে তারা।

গম্ভীর ভারতের কোচ হওয়ার পরে দেখা যাচ্ছে, বল করছেন ব্যাটারেরা। রিঙ্কু, সূর্য, রিয়ান পরাগেরা নিয়মিত বল করছেন। এক দিনের ক্রিকেটে রোহিত শর্মাকেও বল করতে দেখা গিয়েছে। গম্ভীর বুঝিয়ে দিয়েছেন, দলে বেশি অলরাউন্ডার খেলানোর কথা ভাবছেন তিনি। সেই কারণেই কি ঈশানকে বল হাতে দেখা গেল? সেই জল্পনা শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ishan Kishan India Cricket Domestic Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE