রোহিত শর্মা। —ফাইল চিত্র।
২৪ ঘণ্টা পরেই শুরু হচ্ছে বাংলাদেশ সিরিজ়। তার আগে অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে মুখ খুললেন অক্ষর পটেল। তিনি জানিয়ে দিলেন, রোহিতের সবচেয়ে বড় গুণ কী?
অক্ষরের মতে, বোলারদের শক্তি, দুর্বলতা সম্পর্কে সব কিছু জানেন রোহিত। সেই কারণে বোলারদের ব্যবহার করতে সুবিধা হয় তাঁর। অক্ষর বলেন, “রোহিত কোনও বিষয়কে খুব জটিল করে দেখে না। ও নিজের প্রস্তুতি নিয়ে মাঠে নামে। ও জানে কোন পরিস্থিতিতে কোন বোলারকে ব্যবহার করতে হবে আর কোন বোলারকে হবে না। তার পরে বাকিটা ও বোলারদের হাতে ছেড়ে দেয়।”
বোলারকে সম্পূর্ণ স্বাধীনতা দেন রোহিত। ফিল্ডিং সাজানোর দায়িত্বও বোলারের হাতে থাকে। একমাত্র সাফল্য না পেলে তার পরে কথা বলেন রোহিত। অক্ষর বলেন, “বোলারদের সিদ্ধান্তে রোহিত নাক গলায় না। যদি কোনও বোলার বলে যে সে কী ভাবে বল করতে চায়, তা হলে তার সুবিধা মতো তাকে ফিল্ডিং সাজাতে দেয় রোহিত। একমাত্র যদি সেই পরিকল্পনায় উইকেট না পাওয়া যায়, তখনই রোহিত নিজের মতামত দেয়।”
তাঁর সঙ্গে রোহিতের কোনও দিন কোনও বিষয়ে বিরোধ হয়নি বলে জানিয়েছেন অক্ষর। তাঁদের সম্পর্ক বেশ ভাল। অধিনায়কের জন্য সব সময় ভাল খেলার চেষ্টা করেন তিনি। সামনে বাংলাদেশ সিরিজ়। সুযোগ পেলে সেখানেও রোহিতকে জেতানোর চেষ্টা তিনি করবেন বলে জানিয়েছেন অক্ষর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy