Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪

—ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩ ২২:১২
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩ ২২:০৯ key status

নবম উইকেট হারাল শ্রীলঙ্কা

আরশদীপের বলে আউট শনাকা। শ্রীলঙ্কার আশাও কার্যত শেষ।

timer শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩ ২২:০৬ key status

অষ্টম উইকেট হারাল শ্রীলঙ্কা

উমরান মালিক ফিরিয়ে দিলেন মাহিশ থিকশানাকে।

Advertisement
timer শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩ ২১:৪৭ key status

খেই হারিয়েছে শ্রীলঙ্কা

পঞ্চম উইকেট হারাল শ্রীলঙ্কা। চহাল দ্বিতীয় উইকেট তুলে নেন। তিনি ফেরালেন ধনঞ্জয় ডি সিলভাকে। ১৪ বলে ২২ রান করে আউট তিনি। ১২ ওভারে ১০১ রান তুলল শ্রীলঙ্কা।

timer শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩ ২১:৩৮ key status

চতুর্থ উইকেট হারাল শ্রীলঙ্কা

এ বার উইকেট নিলেন চহাল। তাঁর বলে মাভির হাতে ক্যাচ দিলেন চারিত আশালঙ্ক। ১৪ বলে ১৯ রান করে সাজঘরে ফিরলেন তিনি।

timer শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩ ২১:৩০

পর পর উইকেট হারাল শ্রীলঙ্কা

আরশদীপ ফেরালেন পাতুম নিশঙ্ককে। অভিষ্কা ফের্নান্দোর উইকেট নিলেন হার্দিক পাণ্ড্য। পর পর উইকেট যেতেই আটকে গেল শ্রীলঙ্কার রানের গতি। 

timer শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩ ২১:১২ key status

জুটি ভাঙলেন অক্ষর

শ্রীলঙ্কার ওপেনার কুসল মেন্ডিসের উইকেট তুলে নিলেন অক্ষর। উমরান মালিকের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। ১৫ বলে ২৩ রান করেন মেন্ডিস।

Advertisement
timer শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩ ২১:০৪

৩ ওভারে ৩১ রান

প্রথম ৩ ওভারেই ৩১ রান তুলে নিল শ্রীলঙ্কা। রান আটকাতে ব্যর্থ হার্দিক এবং আরশদীপ। চতুর্থ ওভারে বল করতে এলেন শিবম মাভি।

timer শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩ ২০:৫৭

হার্দিকের প্রথম ওভার

প্রথম বলেই উইকেট পেয়ে গিয়েছেন ভেবে লাফিয়ে উঠেছিলেন হার্দিক। আম্পায়ার আউটও দিয়ে দিয়েছিলেন, কিন্তু রিভিউ নেন নিশঙ্ক। তাতে দেখা যায় আউট হননি তিনি। প্রথম ওভারে ৬ রান দেন হার্দিক।

timer শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩ ২০:৩৬ key status

শ্রীলঙ্কার লক্ষ্য ২২৯ রান

জয়ের জন্য শ্রীলঙ্কার চাই ২২৯ রান। সূর্যকুমার যাদব অপরাজিত রইলেন ১১২ রানে। ৯ বলে ২১ রানের ঝোড়ো ইনিংস খেলে অক্ষরও শেষ দিকে ভারতের রান বাড়িয়ে দিলেন।

timer শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩ ২০:২৯ key status

শতরান সূর্যকুমারের

টি-টোয়েন্টি ক্রিকেটে এক নম্বর ব্যাটার সূর্যকুমার। ৪৫ বলে শতরান করলেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি তাঁর তৃতীয় শতরান।

timer শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩ ২০:২১ key status

আউট দীপক হুডা

এক দিকে সূর্য একের পর এক বল মাঠের বাইরে পাঠাচ্ছেন, অন্য দিকে হার্দিক, দীপকরা আসছেন এবং ফিরে যাচ্ছেন। মদুশঙ্কের বলে এ বার আউট দীপক। 

timer শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩ ২০:১৪ key status

আউট হার্দিক

শনিবারের ম্যাচেও রান পেলেন হার্দিক। বড় শট খেলতে গিয়ে উইকেট দিলেন তিনি। কাসুন রাজিতার বলে ক্যাচ দিলেন ডি সিলভার হাতে।

timer শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩ ২০:০৯ key status

আউট শুভমন

সবে হাত খুলতে শুরু করেছিলেন শুভমন, কিন্তু হাসরঙ্গের বলের লাইন ফস্কে বোল্ড হলেন তিনি। অর্ধশতরান হাতছাড়া হল তাঁর। মাত্র ৪ রানের জন্য ৫০ করতে পারলেন না তিনি। 

timer শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩ ১৯:৫৯ key status

অর্ধশতরান সূর্যের

২৬ বলে অর্ধশতরান করে ফেললেন সূর্য। মাঠের কোনও দিক বাদ দিচ্ছেন তিনি। শ্রীলঙ্কার বোলারদের ঘুম ছুটিয়ে দিয়েছেন ভারতীয় ব্যাটার। গত বছর ভারতের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সব থেকে বেশি রান ছিল তাঁর। আইসিসির ক্রমতালিকায় এক নম্বর তিনি। রাজকোটের মাঠে বোঝাচ্ছেন কেন সেই জায়গা তাঁর দখলে।

timer শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩ ১৯:৫৯

১২ ওভারে ১১৩ রান

দ্রুত রান তুলছেন সূর্যকুমার। আগের ম্যাচে সে ভাবে থিতু হওয়ার আগেই আউট হয়ে গিয়েছিলেন। শনিবার তাঁকে আটকানোর পথ খুঁজে পাচ্ছে না শ্রীলঙ্কার বোলাররা।

timer শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩ ১৯:৪৮ key status

১০ ওভারে উঠল ৯২ রান

শুরুতে ঈশান কিশন এবং কিছুটা রান তুলে রাহুল ত্রিপাঠী ফিরলেও রানের গতি বজায় রেখে ভারত। ১০ ওভারে তুলে নিয়েছে ৯২ রান। শুভমন গিল ২৭ বলে ২৮ রান করেছেন। সূর্যকুমার যাদব করেছেন ১৫ বলে ২৫ রান।

timer শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩ ১৯:২৮ key status

আউট রাহুল ত্রিপাঠী

পর পর দু'টি ছক্কা হাঁকানোর পরেই বিদায় নিলেন রাহুল ত্রিপাঠী। ভারতের দ্রুত রান তোলার কাজটা শুরু করে দিয়ে গেলেন তিনি। মাত্র ১৬ বলে ৩৫ করলেন ত্রিপাঠী।

timer শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩ ১৯:১৭

৩ ওভারে ২২ রান

ঈশান রান না পেলেও শুরুটা ভাল করলেন শুভমন গিল। মদুশঙ্কর বলে একটি ছক্কা এবং একটি চার মারলেন তিনি। ভারতীয় ওপেনার ছন্দে ফেরার হদিস দিলেন? তরুণ ওপেনারের থেকে এমন শটই দেখতে চান সমর্থকরা। কিন্তু ধারাবাহিকতার অভাব দেখা যায় বার বার। ৩ ওভারে ২২ রান ভারতের। সাজঘরে ফিরে গিয়েছেন ঈশান।

timer শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩ ১৯:০৬ key status

আউট ঈশান

প্রথম ওভারেই ভারতের তরুণ উইকেটরক্ষককে সাজঘরে ফেরালেন দিলশান মদুশঙ্ক। অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট ছুঁইয়ে স্লিপে ক্যাচ দিলেন ঈশান। ভারতীয় ক্রিকেটারদের অনেকের মধ্যেই এই রোগ দেখা যায়। ওপেনিং নিয়ে ভারতের চিন্তা কমল না এই ম্যাচেও।

timer শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩ ১৮:৪৯ key status

ভারতের প্রথম একাদশে কোনও বদল নেই

প্রথম ম্যাচের পর হর্ষল পটেলের জায়গায় আরশদীপকে দলে নেয় ভারত। তাঁকে রেখেই দল গড়া হল তৃতীয় ম্যাচে। সঞ্জু স্যামসন চোট পেয়ে ছিটকে যাওয়ায় দলে এসেছেন রাহুল ত্রিপাঠী। তিনিও রয়েছেন দলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy