Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Rishabh Pant

Rishabh Pant: নিজের পারফরম্যান্সে খুশি হলেও কোন বিভাগে আরও উন্নতি করতে চান ঋষভ

উইকেটরক্ষক হিসেবে ঋষভ উন্নতি করেছেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। অধিনায়ক রোহিত শর্মাও এই উইকেটরক্ষক-ব্যাটারের পারফরম্যান্সে সন্তুষ্ট।

সিরিজ সেরা ঋষভ।

সিরিজ সেরা ঋষভ। ছবি: পিটিআই

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৪ মার্চ ২০২২ ১৯:২০
Share: Save:

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে সেরা হয়েছেন ঋষভ পন্থ। উইকেটের সামনে ব্যাট হাতে সাফল্য পেয়েছেন। আবার বেঙ্গালুরুর কঠিন উইকেটে তাঁর কিপিংও নজর কেড়েছে। উইকেটরক্ষক হিসেবে উন্নতি করেছেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অধিনায়ক রোহিত শর্মাও উইকেটরক্ষক-ব্যাটারের পারফরম্যান্সে সন্তুষ্ট।
সিরিজ সেরার পুরস্কার নিতে এসে ঋষভও মেনে নিলেন আগের থেকে ভুল কম হচ্ছে তাঁর। তিনি বলেছেন, ‘‘যোগ্য বলেই হয়তো আমাকে সিরিজের সেরা বাছা হয়েছে। এক জন ক্রিকেটার হিসেবে সব সময়ই আগের থেকে উন্নত হতে চাইব। কিছু ভুল হয়ত করছি। কিন্তু উন্নতি করার চেষ্টা করছি। মানসিকতার পরিবর্তন হয়েছে।’’
নিজের ব্যাটিং নিয়ে ঋষভ বলেছেন, ‘‘উইকেট একটু কঠিন ছিল। তাই ঠিক করি প্রথম থেকেই বোলারদের আক্রমণ করব।’’ উইকেটের পিছনের পারফরম্যান্স নিয়ে খুশি হলেও আরও উন্নতি প্রয়োজন বলে মনে করেন নিজেই। এ নিয়ে ঋষভের বক্তব্য, ‘‘এটা অনেকটাই আত্মবিশ্বাসের উপর নির্ভর করে। কিপিংয়ের ভুল ভ্রান্তি নিয়ে এখন অনেক বেশি ভাবনা-চিন্তা করছি। এই পদ্ধতিটাকে গুরুত্ব দিচ্ছি।’’

ঋষভের পারফরম্যান্সে খুশি রোহিতও। অধিনায়ক বলেছেন, ‘‘ঋষভ প্রতি ম্যাচেই উন্নতি করছে। বেঙ্গালুরুর উইকেটে ওর পারফরম্যান্স যথেষ্ট ভাল। গত ইংল্যান্ড সিরিজের পারফরম্যান্স আর এখনকার পারফরম্যান্সের দিকে তাকালেই বোঝা যাবে। কিপার হিসেবে এখন অনেক আত্মবিশ্বাসের সঙ্গে ক্যাচ নিচ্ছে বা স্টাম্প করছে।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE