কোহলি ফিরিয়ে দিচ্ছেন কার্তিক। ছবি টুইটার
অর্ধশতরান করতে মাত্র একটি রান বাকি ছিল তাঁর। হাতে ছিল ছ’টি বল। অনায়াসে নিজের অর্ধশতরান পূরণ করে নিতে পারতেন বিরাট কোহলি। কিন্তু দলের স্বার্থে মহানুভবতার পরিচয় দেখালেন ভারতের প্রাক্তন অধিনায়ক। উল্টো দিকে থাকা দীনেশ কার্তিক ভাল খেলছেন দেখে তাঁকেই গোটা ওভার খেলে দিতে বললেন।
ভারতের ইনিংসের তখন শেষ ওভার চলছে। ২৮ বলে ৪৯ রানে অপরাজিত কোহলি। শেষ ওভারে স্ট্রাইকে দীনেশ কার্তিক। প্রথম বলে রান হয়নি। দ্বিতীয় বলে বাউন্ডারি মারেন কার্তিক। তার পরে ডট বল এবং ওয়াইড। এর পরের বলেই ছয় মারেন কার্তিক। পঞ্চম বলের আগে তিনি কোহলির কাছে গিয়ে জিজ্ঞাসা করেন খুচরো রান নিয়ে তাঁকে স্ট্রাইক দেবেন কি না। শুনেই কোহলি হাত নেড়ে ফেরত পাঠিয়ে দেন কার্তিককে। পরের দু’টি বলে কার্তিক একটি ছয় মারেন এবং দু’রান নেন। ভারতীয় ক্রিকেট বোর্ড এই ভিডিয়ো পোস্ট করার পরেই তা ভাইরাল হয়েছে।
In addition to the run fest, a special moment as we sign off from Guwahati. ☺️#TeamIndia | #INDvSA | @imVkohli | @DineshKarthik pic.twitter.com/SwNGX57Qkc
— BCCI (@BCCI) October 2, 2022
রবিবার আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪তম অর্ধশতরান করার সুযোগ ছিল কোহলির সামনে। আন্তর্জাতিক ক্রিকেটে তিনিই সবচেয়ে বেশি অর্ধশতরান করেছেন। দ্বিতীয় স্থানে থাকা রোহিতের (২৮) থেকে ব্যবধান বাড়িয়ে নিতে পারতেন তিনি। তবে কোহলি যে ব্যক্তিগত মাইলফলকের দিকে তাকাতে পছন্দ করেন না, সে কথা আগেই জানিয়েছেন। রবিবার তার উদাহরণ দেখা গেল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy