লজ্জার রেকর্ড বাভুমাদের। ছবি পিটিআই
ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের প্রথম ম্যাচে লজ্জার রেকর্ড গড়ে ফেলল দক্ষিণ আফ্রিকা। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে সবচেয়ে কম সময়ে পাঁচ উইকেট হারানোর নজির গড়ল তারা। বুধবার তিরুঅনন্তপুরমে ২.৪ ওভারেই তাদের প্রথম পাঁচটি উইকেট পড়ে যায়।
টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামে দক্ষিণ আফ্রিকা। গ্রিনফিল্ড স্টেডিয়ামের সবুজ উইকেটে প্রথম থেকেই তাঁদের ব্যাটাররা সমস্যায় পড়তে থাকেন। দীপক চাহারের প্রথম ওভারেই ফিরে যান টেম্বা বাভুমা। পরের ওভারে আরশদীপ সিংহ তুলে নেন তিনটি উইকেট। প্রথমে কুইন্টন ডি’কককে আউট করেন। এর পর রিলি রসৌ এবং ডেভিড মিলার ফিরে যান পঞ্জাবের জোরে বোলারের বলে। দু’ওভারে আট রানে চার উইকেট হারিয়ে ধুঁকছিল প্রোটিয়ারা।
5 wickets summed up in 11 seconds. Watch it here 👇👇
— BCCI (@BCCI) September 28, 2022
Don’t miss the LIVE coverage of the #INDvSA match on @StarSportsIndia pic.twitter.com/jYeogZoqfD
তৃতীয় ওভারে বোলিং করতে আসেন দীপক। দুর্দান্ত সুইংয়ে তিনি ফেরান ট্রিস্টান স্টাবসকে। নয় রানে পাঁচ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এইডেন মার্করাম এবং ওয়েন পার্নেল এসে দক্ষিণ আফ্রিকার ধস সামাল দেন। তবে দক্ষিণ আফ্রিকার রানের গতি কমে যায় অনেকটাই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy