ভাল খেলছেন শ্রেয়স-জাডেজা ছবি: টুইটার থেকে।
কানপুরে খারাপ আলোর জন্য প্রথম দিনের খেলা শেষ হয়ে গেল। দিনের শেষে ৮৪ ওভারে ৪ উইকেটে ২৫৮ রান করেছে ভারত। শ্রেয়স ৭৫ ও জাডেজা ৫০ রান করে অপরাজিত রয়েছেন।
শ্রেয়স আয়ারের পরে এ বার অর্ধশতরান করলেন রবীন্দ্র জাডেজা। ৮৩ ওভারে ভারতের রান ৪ উইকেটে ২৫২। শ্রেয়স ৬৯ ও জাডেজা ৫০ রান করে অপরাজিত রয়েছেন।
চা বিরতির পর থেকে ভাল খেলছেন ভারতের দুই ব্যাটার শ্রেয়স আয়ার ও রবীন্দ্র জাডেজা। দ্রুত রান করছেন তাঁরা। ৭৫ ওভারে দলের রান ৪ উইকেটে ২৩৩। শ্রেয়স ৬৫ ও জাডেজা ৩৬ রান করে খেলছেন।
নিজের অভিষেক টেস্টেই অর্ধশতরান করলেন শ্রেয়স আয়ার। ৯৪ বলে ৫০ করেন তিনি। ৬৮ ওভারে দলের রান ২০০ পেরিয়ে যায়। ৬৮ ওভারে ভারতের রান ৪ উইকেটে ২০২। শ্রেয়স ৫০ ও জাডেজা ২০ রান করে খেলছেন।
চা বিরতির পরে ভাল খেলছেন ভারতের দুই ব্যাটার শ্রেয়স আয়ার ও রবীন্দ্র জাডেজা। ৬৫ ওভারে দলের রান ৪ উইকেটে ১৯৪। শ্রেয়স ৪৫ ও জাডেজা ১৭ রান করে খেলছেন।
চার উইকেট পড়ে যাওয়ার পরে দলের রানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন শ্রেয়স আয়ার ও রবীন্দ্র জাডেজা। চায়ের বিরতিতে যাওয়ার আগে ভারতের রান ৪ উইকেটে ১৫৪। আয়ার ১৭ ও জাডেজা ৬ রান করে ব্যাট করছেন।
আউট হয়ে গেলেন অজিঙ্ক রহাণেও। ৩৫ রান করে আউট হন তিনি। নিজের তৃতীয় উইকেট নিলেন কিউয়ি পেসার জেমিসন। ভারতের রান ৫০ ওভারে ৪ উইকেটে ১৪৫।
পুজারা আউট হওয়ার পরে দলের রানকে টেনে নিয়ে যাচ্ছেন অজিঙ্ক রহাণে ও শ্রেয়স আয়ার। ৪৫ ওভার শেষে ভারতের রান ৩ উইকেটে ১২৭। রহাণে ২৪ ও আয়ার ৭ রান করে খেলছেন।
ভাল শুরু করেও আউট হয়ে গেলেন দলের সহ-অধিনায়ক চেতেশ্বর পুজারা। টিম সাউদির বলে ২৬ রানের মাথায় সাজঘরে ফিরলেন তিনি।
শুভমন গিল আউট হওয়ার পরে চেতেশ্বর পুজারার সঙ্গে ব্যাট করছেন অধিনায়ক অজিঙ্ক রহাণে। ১০০ রান পেরল ভারত। ৩৭ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৬ রান ভারতের। পুজারা ২৬ ও রহাণে ১০ রান করে খেলছেন।
মধ্যাহ্নভোজের পরে প্রথম ওভারেই আউট হলেন শুভমন গিল। নিজের দ্বিতীয় উইকেট তুলে নিলেন কাইল জেমিসন। ৫২ রানের মাথায় তাঁর বলে বোল্ড হন গিল।
অর্ধশতরান করলেন তরুণ শুভমন গিল। মধ্যাহ্নভোজের আগেই ৮১ বলে ৫০ রান পূর্ণ করেন তিনি। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের রান ২৯ ওভারে ১ উইকেটে ৮২। শুভমন ৫২ ও পুজারা ১৫ রান করে ব্যাট করছেন।
রানের গতি বাড়ালেন শুভমন গিল। বেশ কয়েকটি বড় শট খেলেন তিনি। ২০ ওভার শেষে দলের রান ১ উইকেটে ৬৩। শুভমন ৪০ ও পুজারা ৮ রান করে ব্যাট করছেন।
ময়াঙ্ক আউট হওয়ার পরে খেলছেন শুভমন ও চেতেশ্বর পুজারা। ১৫ ওভারে ভারতের রান ১ উইকেটে ৩৬। শুভমন ১৬ ও পুজারা ৫ রান করে ব্যাট করছেন।
প্রথম উইকেট পড়ল ভারতের। কাইল জেমিসনের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ১৩ রানের মাথায় সাজঘরে ফিরলেন ময়াঙ্ক আগরওয়াল।
শুরুটা ভাল করলেন ভারতের দুই ওপেনার শুভমন গিল ও ময়াঙ্ক আগরওয়াল। ৫ ওভার শেষে দলের রান বিনা উইকেটে ১৫। শুভমন ৫ ও ময়াঙ্ক ৯ রান করে খেলছেন।
পাঁচ ব্যাটার, উইকেটরক্ষক, তিন স্পিনার ও দুই পেসারে দল গড়েছে ভারত। প্রথম একাদশে রয়েছেন, শুভমন গিল, ময়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রহাণে, শ্রেয়স আয়ার, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, ইশান্ত শর্মা ও উমেশ যাদব।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy