বাদানিকে আঘাত করে বসলেন শ্রীকান্ত। ফাইল ছবি।
এশিয়া কাপের ম্যাচে ধারাভাষ্য দিতে এসে আহত হলেন হেমাঙ্গ বাদানি। দুর্ঘটনা ঘটল সম্প্রচারকারী সংস্থার স্টুডিয়োতেই। অল্পের জন্য বড় আঘাত থেকে রক্ষা পেলেন প্রাক্তন ক্রিকেটার।
শনিবার শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের আগে এশিয়া কাপ নিয়ে আলোচনা করছিলেন দুই প্রাক্তন ক্রিকেটার। বাদানির সঙ্গে ছিলেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত। ক্রিকেটের ২২ গজের আদলে সাজানো স্টুডিয়োয় পাশাপাশি দাঁড়িয়ে আলোচনা করছিলেন তাঁরা। সে সময় হাতে ব্যাট নিয়ে শ্রীকান্ত দেখাচ্ছিলেন কী ভাবে শট মারতে হবে। তা করতে গিয়েই প্রাক্তন ওপেনার ব্যাট দিয়ে সজোরে আঘাত করে বসেন বাদানিকে। ভারতীয় দলের প্রাক্তন বাঁহাতি ব্যাটার ব্যথায় চিৎকার করে ওঠেন। হঠাৎ এমন ঘটনায় সঞ্চালক-সহ সকলেই চমকে যান।
যন্ত্রণায় স্টুডিয়ো থেকে বেরিয়ে যান বাদানি। সে দিকে অবশ্য খেয়াল ছিল না শ্রীকান্তের। তিনি সঞ্চালকের সঙ্গে কথা বলতে থাকেন। কিছুটা পরে লক্ষ করেন বাদানি স্টুডিয়ো থেকে বেরিয়ে গিয়েছেন। বাকি আনুষ্ঠান একাই করেন শ্রীকান্ত। বাদানিকে নিয়ে যাওয়া হয় চিকিৎসকের কাছে। এক্স-রে করা হয়। পরে নেটমাধ্যমে বাদানি লেখেন, ‘সকলেই জানতে চাইছেন আমি কেমন আছি। হাতে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। কপাল ভাল হাড় ভাঙেনি। একটু আতঙ্কিত লাগছে। চিকিৎসকরা দেখছেন। আশা করছি দ্রুত সুস্থ হয়ে উঠব এবং ধারাভাষ্যের কাজে ফিরতে পারব।’
#HemangBadani #KrisSrikanth#AsiaCup
— Express Cricket (@IExpressCricket) August 28, 2022
I am in terrible pain but luckily no fracture: Hemang Badani pic.twitter.com/uSx0Wduz1t
To all enquiring how I am, I in terrible pain but luckily no fracture. Its blunt trauma and am under medication . Hope to recover soon and be back on the sets .@StarSportsIndia @StarSportsTamil #AsiaCup #INDvPAK
— Hemang Badani (@hemangkbadani) August 27, 2022
সম্প্রচারকারী চ্যানেলের পক্ষে জানানো হয়েছে, বাদানি ভাল রয়েছেন। তাঁর হাতে ব্যথা থাকলেও উদ্বেগের কিছু নেই। শ্রীকান্তও অনিচ্ছাকৃত ভাবে আঘাত করার জন্য দুঃখ প্রকাশ করেছেন বাদানির কাছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy