অনুশীলনে বিরাট। —ফাইল চিত্র
পাকিস্তান ম্যাচের আগে বিরাট কোহলীর জন্য শুভেচ্ছা বার্তা পাঠালেন এবি ডিভিলিয়ার্স। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলার সময় বন্ধুত্ব গড়ে ওঠে বিরাট এবং ডিভিলিয়ার্সের। শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছেন বিরাট। তার আগে বন্ধুর তরফে শুভেচ্ছা বার্তা পেলেন তিনি।
তিন ধরনের ক্রিকেটেই আন্তর্জাতিক মঞ্চে ১০০টি বা তার বেশি ম্যাচ খেলার তালিকায় বিরাটই প্রথম ভারতীয় হতে চলেছেন। ভারতের হয়ে ১০২টি টেস্ট এবং ২৬২টি এক দিনের ম্যাচ খেলেছেন বিরাট। এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলবেন তিনি। সেই মুহূর্তের আগে ডিভিলিয়ার্স টুইট বার্তায় বলেন, ‘‘প্রথম ভারতীয় হিসাবে তিন ধরনের ক্রিকেটে ১০০ ম্যাচ খেলতে চলেছে আমার বন্ধু বিরাট কোহলী। ওকে শুভেচ্ছা জানাতে চাই। দুর্দান্ত কীর্তি। বিরাটকে নিয়ে আমরা সকলে গর্বিত। তোমার খেলা দেখব আমরা সকলে।’’
.@ABdeVilliers17 has a special message for his close friend @imVkohli ahead of his 100th T20I! ❤️
— Star Sports (@StarSportsIndia) August 28, 2022
DP World #AsiaCup2022 | #INDvPAK | #TeamIndia | #BelieveInBlue | #GreatestRivalry pic.twitter.com/nG0VbOo27O
বেশ কিছু মাস হয়ে গেল রান পাচ্ছেন না বিরাট। সেই নিয়ে তাঁর মধ্যেও মানসিক চাপ তৈরি হয়েছিল বলে জানিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। এক মাসের বিরতির পর মাঠে ফিরছেন বিরাট।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy