Advertisement
১০ অক্টোবর ২০২৪
IPL Auction 2024

১৪ কোটিতে রোহিত, ৬৬% বেতন কমবে ধোনির! কাদের কত দামে ধরে রাখার সম্ভাবনা আইপিএলের ১০ দলের

চলতি বছরই আইপিএলের বড় নিলাম। তার আগে ১০টি দলকেই জানাতে হবে যে, কাদের ধরে রাখছে তারা। সেই তালিকায় থাকতে পারে অনেক চমক।

cricket

রোহিত শর্মা (বাঁ দিকে) ও মহেন্দ্র সিংহ ধোনি। এ বারও কি নিজেদের পুরনো দলেই খেলবেন তাঁরা? —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৪ ১২:২২
Share: Save:

বাকি আর ২২ দিন। তার মধ্যে আইপিএলের ১০টি দলকে জানিয়ে দিতে হবে যে, কাদের ধরে রাখছে তারা। তার পর হবে আইপিএলের বড় নিলাম। দলগুলি কাদের ধরে রাখবে আর কাদের ছেড়ে দেওয়া হবে তা নিয়ে নানা রকম জল্পনা চলছে। ধরে রাখা ক্রিকেটারদের তালিকায় থাকতে পারে অনেক চমক। কমতে পারে রোহিত শর্মার বেতন। গত বার ১৫ কোটি টাকা পেতেন তিনি। এ বার তা ১ কোটি কমতে পারে। আবার মহেন্দ্র সিংহ ধোনির বেতন ৬৬ শতাংশ কমতে পারে এ বারের নিলামের আগে।

এ বারের নিলামের আগে সর্বোচ্চ ছ’জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে দলগুলি। তার মধ্যে অন্তত এক জন ঘরোয়া ক্রিকেটারকে ধরে রাখতে হবে। চাইলে ছ’জনের কম ক্রিকেটারকেও ধরে রাখা যাবে। বাকিদের নিলামের সময় রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে কেনা যাবে। পাঁচ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটার হিসাবে ধরা হবে। দেশি বা বিদেশি ক্রিকেটারদের ধরে রাখার ক্ষেত্রে সংখ্যার কোনও বাধা নেই এ বার।

নিলামের আগে যে ক্রিকেটারকে প্রথম পছন্দ হিসাবে কোনও দল ধরে রাখবে তাঁকে ১৮ কোটি টাকা দিতে হবে। দ্বিতীয় পছন্দ হিসাবে ধরে রাখা ক্রিকেটারকে ১৪ কোটি ও তৃতীয় পছন্দ হিসাবে ধরে রাখা ক্রিকেটারকে ১১ কোটি টাকা দিতে হবে। চতুর্থ পছন্দ হিসাবে কোনও ক্রিকেটারকে ধরে রাখতে চাইলে তাঁকেও ১৮ কোটি টাকা দিতে হবে। পঞ্চম পছন্দ হিসাবে কোনও ক্রিকেটারকে ধরে রাখতে চাইলে দিতে হবে ১৪ কোটি টাকা। ঘরোয়া ক্রিকেটারকে ধরে রাখতে হলে ৪ কোটি টাকা দিতে হবে।

আইপিএলের ১০ দলের ধরে রাখা ক্রিকেটারদের তালিকা:

চেন্নাই সুপার কিংস— মহেন্দ্র সিংহ ধোনি ২০১৯ সালে অবসর নেওয়ায় তাঁকে ঘরোয়া ক্রিকেটার হিসাবে ধরা হবে। সেই সুযোগ নিতে পারে চেন্নাই। তা হলে ধোনি ৪ কোটি টাকা পাবেন, যা গত বারের তুলনায় ৬৬ শতাংশ কম। চেন্নাই মোট পাঁচ জনকে ধরে রাখতে পারে। তাঁরা হলেন—

প্রথম পছন্দ (১৮ কোটি)— রুতুরাজ গায়কোয়াড়

দ্বিতীয় পছন্দ (১৪ কোটি)— শিবম দুবে

তৃতীয় পছন্দ (১১ কোটি)— মাথিশা পাথিরানা

চতুর্থ পছন্দ (১৮ কোটি)— রবীন্দ্র জাডেজা

ঘরোয়া ক্রিকেটার (৪ কোটি)— মহেন্দ্র সিংহ ধোনি

রাইট টু ম্যাচ কার্ড— এক জন

মুম্বই ইন্ডিয়ান্স— এই দল কাদের ধরে রাখতে চাইবে তা প্রায় নিশ্চিত। কিন্তু গত বারের সমস্যার পর প্রত্যেকে এক দলে খেলতে চাইবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে। যদিও মনে করা হচ্ছে, শেষ পর্যন্ত নিজেদের পছন্দের ছয় ক্রিকেটারকেই ধরে রাখতে পারবে মুম্বই। তাঁরা হলেন—

প্রথম পছন্দ (১৮ কোটি)— হার্দিক পাণ্ড্য

দ্বিতীয় পছন্দ (১৪ কোটি)— রোহিত শর্মা

তৃতীয় পছন্দ (১১ কোটি)— তিলক বর্মা

চতুর্থ পছন্দ (১৮ কোটি)— যশপ্রীত বুমরা

পঞ্চম পছন্দ (১৪ কোটি)— সূর্যকুমার যাদব

ঘরোয়া ক্রিকেটার (৪ কোটি)— নেহাল ওয়াধেরা

রাইট টু ম্যাচ কার্ড— শূন্য

কলকাতা নাইট রাইডার্স— গত বারের চ্যাম্পিয়ন। দলে অনেক ভাল ক্রিকেটার রয়েছেন। কিন্তু এ বারের নিলামের আগে মেন্টর গৌতম গম্ভীর দল ছেড়েছেন। নিলামেও কয়েক জনকে ছাড়তে হতে পারে কেকেআরকে। তবে মনে করা হচ্ছে, দলের অভিজ্ঞ ও গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের ধরে রাখবে কেকেআর। মোট পাঁচ বা ছ’জনকে ধরে রাখতে পারে দল। তাঁরা হলেন—

প্রথম পছন্দ (১৮ কোটি)— আন্দ্রে রাসেল

দ্বিতীয় পছন্দ (১৪ কোটি)— শ্রেয়স আয়ার

তৃতীয় পছন্দ (১১ কোটি)/ ঘরোয়া ক্রিকেটার (৪ কোটি)— ফিল সল্ট/ হর্ষিত রানা

চতুর্থ পছন্দ (১৮ কোটি)— সুনীল নারাইন

পঞ্চম পছন্দ (১৪ কোটি)— রিঙ্কু সিংহ

রাইট টু ম্যাচ কার্ড— এক জন/ শূন্য

গত বার নজর কাড়া হর্ষিত ও সল্ট দু’জনকেই রাখতে চাইবে কেকেআর। যদি বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে হর্ষিতের অভিষেক না হয় তা হলে তাঁকে ঘরোয়া ক্রিকেটার হিসাবে ধরে রাখা যাবে। সে ক্ষেত্রে তৃতীয় পছন্দ সল্ট। সে ক্ষেত্রে রাইট টু ম্যাচ কার্ডে আর কাউকে নেওয়া যাবে না। আর যদি ভারতীয় দলে হর্ষিতের অভিষেক হয়ে যায় তা হলে তাঁকে তৃতীয় পছন্দ হিসাবে ধরে রাখতে হবে। সে ক্ষেত্রে সল্টকে ছাড়তে হবে। তেমনটা হলে অবশ্য রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে এক জনকে নিলামের সময় নিতে পারবে কেকেআর।

রাজস্থান রয়্যালস— কাদের ধরে রাখতে হবে সে বিষয়ে প্রায় নিশ্চিত রাজস্থানও। ফর্মে থাকা ক্রিকেটারদেরই ধরে রাখতে চাইবে এই দল। মোট পাঁচ জনকে ধরে রাখতে পারে তারা। তাঁরা হলেন—

প্রথম পছন্দ (১৮ কোটি)— সঞ্জু স্যামসন

দ্বিতীয় পছন্দ (১৪ কোটি)— যশস্বী জয়সওয়াল

তৃতীয় পছন্দ (১১ কোটি)— রিয়ান পরাগ

চতুর্থ পছন্দ (১৮ কোটি)— জস বাটলার

ঘরোয়া ক্রিকেটার (৪ কোটি)— সন্দীপ শর্মা

রাইট টু ম্যাচ কার্ড— এক জন

সানরাইজার্স হায়দরাবাদ— গত বারই দল গুছিয়েছে তারা। ফাইনালেও উঠেছে। তাই এ বার দলে বিশেষ বদল করতে চাইবে না হায়দরাবাদ। অন্তত পাঁচ জন ক্রিকেটারকে ধরে রাখতে চাইবে তারা। তাঁরা হলেন—

প্রথম পছন্দ (১৮ কোটি)— প্যাট কামিন্স

দ্বিতীয় পছন্দ (১৪ কোটি)— অভিষেক শর্মা

তৃতীয় পছন্দ (১১ কোটি)— নীতীশ কুমার রেড্ডি

চতুর্থ পছন্দ (১৮ কোটি)— ট্রেভিস হেড

পঞ্চম পছন্দ (১৪ কোটি)— হেনরিখ ক্লাসেন।

রাইট টু ম্যাচ কার্ড— ঘরোয়া ক্রিকেটার (৪ কোটি)

গুজরাত টাইটান্স— এই দলও মোটামুটি নিশ্চিত যে, কাদের ধরে রাখবে। গুজরাতই সম্ভবত আইপিএলের একমাত্র দল যারা দু’জন ঘরোয়া ক্রিকেটার ধরে রাখতে পারবে। যে পাঁচ জনকে তারা ধরে রাখতে চাইবে তাঁরা হলেন—

প্রথম পছন্দ (১৮ কোটি)— শুভমন গিল

ঘরোয়া ক্রিকেটার (৪ কোটি)— রাহুল তেওতিয়া

তৃতীয় পছন্দ (১১ কোটি)— ডেভিড মিলার

চতুর্থ পছন্দ (১৮ কোটি)— রশিদ খান

পঞ্চম পছন্দ (১৪ কোটি)— মোহিত শর্মা

রাইট টু ম্যাচ কার্ড— এক জন

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু— এ বার অনেক ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে বেঙ্গালুরু। তালিকায় রয়েছেন অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিও। তাঁর বয়স হয়েছে। নতুন অধিনায়ক নেওয়ার কথা ভাবতে পারে দল। তবে বিরাট কোহলিকে যে তারা ধরে রাখবে তা প্রায় নিশ্চিত। যে তিন ক্রিকেটারকে তারা ধরে রাখতে পারা তাঁরা হলেন—

প্রথম পছন্দ (১৮ কোটি)— বিরাট কোহলি

দ্বিতীয় পছন্দ (১৪ কোটি)— মহম্মদ সিরাজ

তৃতীয় পছন্দ (১১ কোটি)— রজত পটীদার

রাইট টু ম্যাচ কার্ড— তিন জন

দিল্লি ক্যাপিটালস— একই পদ্ধতি নিতে পারে দিল্লি। তারাও তিন জন ক্রিকেটারকে ধরে রাখতে পারে। বেঙ্গালুরুর মতো দিল্লির ধরে রাখা ক্রিকেটারেরাও সকলেই ভারতীয় হতে পারেন। বাকিদের নিলামে ছাড়তে পারে দল। তারা যে তিন জনকে ধরে রাখতে পারেন তাঁরা হলেন—

প্রথম পছন্দ (১৮ কোটি)— ঋষভ পন্থ

দ্বিতীয় পছন্দ (১৪ কোটি)— অক্ষর পটেল

তৃতীয় পছন্দ (১১ কোটি)— কুলদীপ যাদব

রাইট টু ম্যাচ কার্ড— তিন জন

পঞ্জাব কিংস— এ বারও পুরো দল বদলে ফেলতে পারে পঞ্জাব। রিকি পন্টিংকে কোচ করেছে তারা। তিনি নিজের পরিকল্পনা অনুযায়ী ক্রিকেটার নিতে পারেন। মাত্র এক জনকে ধরে রাখতে পারে পঞ্জাব। তিনি হলেন—

প্রথম পছন্দ (১৮ কোটি)— আরশদীপ সিংহ

রাইট টু ম্যাচ কার্ড— পাঁচ জন

লখনউ সুপার জায়ান্টস— দলের অধিনায়ক লোকেশ রাহুলকে এ বার ছেড়ে দিতে পারে লখনউ। গত বার প্লে অফে উঠতে না পারার পরে মাঠেই রাহুলকে ধমক দিয়েছিলেন দলের মালিক সঞ্জীব গোয়েন্‌কা। রাহুল আর ভারতের টি-টোয়েন্টি দলে সুযোগ পান না। তাঁর বদলে ফর্মে থাকা নিকোলাস পুরানকে অধিনায়ক করতে পারে তারা। চার জন ক্রিকেটারকে ধরে রাখতে পারে লখনউ। তাঁরা হলেন—

প্রথম পছন্দ (১৮ কোটি)— নিকোলাস পুরান

দ্বিতীয় পছন্দ (১৪ কোটি)— রবি বিষ্ণোই

তৃতীয় পছন্দ (১১ কোটি)— মায়াঙ্ক যাদব

ঘরোয়া ক্রিকেটার (৪ কোটি)— আয়ুষ বাদোনি

রাইট টু ম্যাচ কার্ড— দু’জন

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE