—ফাইল চিত্র
ক্রিকেট মাঠে খেলতে নেমে হাই তোলা এবং তাঁর শরীর নিয়ে কটাক্ষ, পাকিস্তানের অধিনায়ক হয়েও এমন অনেক কিছুই সহ্য করতে হয়েছিল সরফরাজ আহমেদকে। এ বার তাঁর পাঁচ বছরের ছেলের বলে বোল্ড হলেন।
পাকিস্তানের হয়ে ১১ বছর ক্রিকেট খেলছেন সরফারজ। পাকিস্তানের এই উইকেটরক্ষক নেতৃত্বও দিয়েছেন দলকে। তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছে পাকিস্তান। এ হেন সরফরাজ ব্যাট হাতে দাঁড়িয়েছিলেন তাঁর পাঁচ বছরের ছেলের সামনে। গলি ক্রিকেটে তাঁর ছেলের বল সোজা গিয়ে লাগল উইকেটে। ব্যাট নামাতেই পারলেন না সরফরাজ। তাঁর হাসি বুঝিয়ে দিচ্ছিল ছেলের বোলিং দেখে তিনি নিজেও খুব খুশি।
Shabash Beta Abba ki he wicket he ura di 👏👏🔥 @SarfarazA_54 pic.twitter.com/rpvdxcNUVv
— Thakur (@hassam_sajjad) June 20, 2022
পাকিস্তান দলে মহম্মদ রিজওয়ান আসার পর থেকে দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে জায়গা পান সরফরাজ। নেতৃত্বও যায় তাঁর। বাবর আজম এখন নেতৃত্ব দেন পাকিস্তানকে। শেষ বার টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও ছিলেন সরফরাজ। ২০১০ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন তিনি। ৪৯টি টেস্ট খেলেছেন সরফরাজ। ১১৭টি এক দিনের ম্যাচ এবং ৬১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ২০১৯ সালে শেষ বার টেস্ট খেলেছেন তিনি। গত বছর বাংলাদেশের বিরুদ্ধে শেষ বার পাকিস্তানের জার্সিতে খেলতে দেখা গিয়েছে তাঁকে।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy