কলকাতার রাজ্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মখালি। ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইপিজিএমইআর), কলকাতার বিভিন্ন বিভাগে হাউস স্টাফ প্রয়োজন। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, সাইকিয়াট্রি, অ্যানাস্থেশিয়োলজি, ডার্মাটোলজি-সহ মোট আটটি বিভাগে তাঁদের নিয়োগ করা হবে।
সংশ্লিষ্ট কাজের জন্য ২০২১ কিংবা তার পরের শিক্ষাবর্ষে আইপিজিএমইআর থেকে এমবিবিএস সম্পূর্ণ করেছেন, এমন ব্য়ক্তিদের নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে তাঁদের অন্তত ১২ মাসের ইন্টার্নশিপ এবং হাউস স্টাফ হিসাবে কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
আরও পড়ুন:
-
প্ল্যান্ট টিস্যু কালচার টেকনিক শিখতে চান? উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় দিচ্ছে সুযোগ
-
জীবনবিজ্ঞানে ভয় কাটছে না? মাধ্যমিকের আগে প্রস্তুতি নিয়ে রইল বিশেষজ্ঞের অভিমত
-
সবুজ শক্তিই কি ভবিষ্যৎ? উত্তর খুঁজতে রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ
-
প্রশ্ন ফাঁস-নকলের প্রবণতা রুখতে তৎপর পর্ষদ, মাধ্যমিকের নিয়মাবলি টেস্ট পেপারেও
নিযুক্তদের মে, ২০২৫ পর্যন্ত চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। এ ক্ষেত্রে তাঁদের মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকা প্রয়োজন। এর জন্য আলাদা করে আগ্রহীদের ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনের শেষ দিন ২১ ডিসেম্বর। কাউন্সেলিংয়ের জন্য ২৭ ডিসেম্বর বাছাই করা প্রার্থীদের উপস্থিত হতে হবে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের বয়স এবং নিযুক্তদের পারিশ্রমিক সম্পর্কে কোনও তথ্য দেওয়া হয়নি। এই মর্মে আরও তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।