Advertisement
০৫ নভেম্বর ২০২৪
India

Team India: বিরাট সংসারে সব ঠিক নেই: মুস্তাক

বিশ্বকাপ শুরুর আগেই কুড়ি ওভারের অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেন কোহালি।

মন্তব্য: ভারতের হারে মুস্তাকও দায়ী করছেন আইপিএল-কে।

মন্তব্য: ভারতের হারে মুস্তাকও দায়ী করছেন আইপিএল-কে।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২১ ০৫:৩৮
Share: Save:

বিরাট কোহালির টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে যাওয়া প্রমাণ করছে ভারতীয় দলে সব কিছু ভাল চলছে না। এমনই মনে হচ্ছে পাকিস্তানের প্রাক্তন লেগস্পিনার মুস্তাক আহমেদের। বর্তমানে পাক ক্রিকেটের হাই পারফরম্যান্স সেন্টারের সঙ্গে যুক্ত মুস্তাক বলছেন, ‘‘কোহালির মতো সফল অধিনায়ক যখন অধিনায়কত্ব ছেড়ে দিতে চায়, বুঝতে হবে, ড্রেসিংরুমে সব কিছু ঠিক চলছে না। আমার মনে হচ্ছে, ভারতীয় দলে দু’টি গ্রুপ হয়ে গিয়েছে। একটা দিল্লির, একটা মুম্বইয়ের।’’

বিশ্বকাপ শুরুর আগেই কুড়ি ওভারের অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেন কোহালি। তার পর জানিয়ে দেন, আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেতৃত্বও ছেড়ে দিচ্ছেন।

মুস্তাক মনে করছেন, কোহালি খুব শীঘ্রই কুড়ি ওভারের ক্রিকেট থেকে অবসরও নিতে পারেন। ‘‘আমার মনে হয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি আর বেশি দিন খেলবে না কোহালি। যদিও আইপিএলে হয়তো খেলা চালিয়ে যাবে। মনে হয়, আন্তর্জাতিক টি-টোয়েন্টি নিয়ে ওর অভিযান সম্পূর্ণ হয়ে গিয়েছে,’’ পাকিস্তানের একটি চ্যানেলে বলেছেন মুস্তাক।

সোমবার নামিবিয়ার বিরুদ্ধে্ ম্যাচের আগে শাস্ত্রী বলেন, ‘‘একটানা ছ’মাস ধরে জৈব সুরক্ষা বলয়ে আটকে থাকা প্রভাব ফেলেছে ভারতীয় দলের খেলার উপরে। আইপিএলের পরে অন্তত ছোট একটা বিরতি পেলে লাভবান হত ক্রিকেটারেরা।’’ শাস্ত্রী মনে করেন, ‘‘ক্লান্ত ভারত ঠিক মতো চেষ্টাটাই করতে পারেনি। এক্স-ফ্যাক্টর বা বিশেষ ব্যাপারটাই ছিল বিশ্বকাপে ভারতের খেলায়।’’

এর পরেই শুরু হয়ে গিয়েছে জোরালো চর্চা যে, শাস্ত্রী কি ঠিক বলছেন নাকি অজুহাত দিচ্ছেন? দেখা যাচ্ছে, ওয়াঘার ও পার থেকে প্রবল সমর্থন পাচ্ছেন শাস্ত্রী। পাক অধিনায়ক বাবর আজ়মের পাশাপাশি সে দেশের প্রাক্তনরাও বলছেন, ভারতীয় দলকে ক্লান্তই লেগেছে। কোহালিদের বিশ্বকাপ ব্যর্থতার জন্য যেমন আইপিএলকেই সরাসরি দায়ী করতে ছাড়েননি প্রাক্তন পাক লেগস্পিনার মুস্তাক আহমেদ। এক সময় আইপিএলে দিল্লি দলের হয়ে কাজ করে যাওয়া মুস্তাক বলেছেন, ‘‘আমার মনে হয় ভারতের এই ফলের কারণ আইপিএল। অত দিন ধরে জৈব সুরক্ষা বলয়ে থাকার ফলে ওরা ক্লান্ত, বিধ্বস্ত ছিল।’’

ভারতেও চলছে টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটসম্যান কোহালির ভবিষ্যৎ ঘিরে চর্চা। আশিস নেহরা যেমন বলেছেন, ‘‘ব্যাটসম্যান কোহালির এখনও কুড়ি ওভারের ক্রিকেটে অনেক কিছুই দেওয়ার রয়েছে। সামনের বছর বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়ায়। সেখানে বড় বড় মাঠ রয়েছে। পিচও আমিরশাহির চেয়ে ভাল হবে। কোহালিকে কিন্তু অস্ট্রেলিয়ায় লাগবে।’’ যোগ করছেন, ‘‘পাকিস্তান ম্যাচেও বিরাট সব চেয়ে বড় অবদান রেখেছিল ব্যাট হাতে। অভিজ্ঞতা আর তারুণ্যের সঠিক মিশ্রণে দল গড়তে হবে।’’ দাবি উঠছে দলে ঝড় তোলা ব্যাটসম্যান বেশি করে আনার। নেহরা বলছেন, ‘‘রোহিত, রাহুল, বিরাটকে রেখে তরুণদের এনে ব্যাটিং বিভাগ সাজানো উচিত।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE