Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Pakistan Cricket

স্কোরবোর্ডে বদলে গেল পাকিস্তানের নাম! প্রকাশ্যে ক্ষমা চাইল অস্ট্রেলিয়া

অস্ট্র্রেলিয়ায় টেস্ট সিরিজ় খেলতে গিয়েছে পাকিস্তান। সেখানে গিয়ে বৈষম্যের মুখে পড়তে হয়েছে পাকিস্তানকে। স্কোরকার্ডে দলের নামই বদলে গিয়েছে। পরে অবশ্য ক্ষমা চেয়েছে অস্ট্রেলিয়া।

cricket

বাবর আজ়ম। —ফাইল চিত্র

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৩ ১৪:৫৮
Share: Save:

অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ় খেলতে গিয়ে বিমানবন্দরে নেমেই সমস্যার মুখে পড়েছিল পাকিস্তান। নিজেদের মালপত্র নিজেদেরই বইতে হয়েছিল ক্রিকেটারদের। এ বার প্রস্তুতি ম্যাচের সময় বৈষম্যের শিকার হলেন বাবর আজ়মেরা। স্কোরকার্ডে দেশের নামই বদলে গেল। পরে অবশ্য সমালোচনার মুখে পড়ে ক্ষমা চেয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

মানুকা ওভালে প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলছে পাকিস্তান। সেই খেলা সরাসরি সম্প্রচার করা হচ্ছে ফক্স ক্রিকেটে। পাকিস্তান ব্যাট করার সময় দেখা যায় দলের নাম ‘পাক’-এর বদলে ‘পাকি’ লেখা রয়েছে। ইউরোপের দেশগুলিতে পাকিস্তানের নাগরিকদের হেনস্থা করার জন্য সাধারণত এই নামে ডাকা হয়।

অস্ট্রেলিয়ার এক সাংবাদিক এই ঘটনা নিয়ে মুখ খোলেন। তিনি সমাজমাধ্যমে সেটি লেখার কিছু ক্ষণ পরেই অবশ্য ভুল শুধরে নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। আবার দলের নাম ‘পাক’ লেখা হয়। ক্রিকেট অস্ট্রেলিয়া একটি বিবৃতিতে জানিয়েছে, ‘‘তথ্য দেওয়ার সময় গ্রাফিকের সমস্যায় ভুল নাম দেখানো হচ্ছিল। কেউ ইচ্ছা করে সেটা করেনি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ভুল শুধরে নেওয়া হয়েছে। তবে এই ধরনের ভুল হওয়া ঠিক নয়। আমরা ক্ষমাপ্রার্থী।’’

অস্ট্রেলিয়ার মাটিতে এশিয়ার ক্রিকেটারদের সঙ্গে বৈষম্যের ঘটনা অবশ্য নতুন নয়। ভারত-অস্ট্রেলিয়া সিরিজ় চলাকালীন মহম্মদ সিরাজকে বৈষম্যের মুখে পড়তে হয়েছিল। তিনি অভিযোগ করার পরে কয়েক জন দর্শককে গ্যালারি থেকে বার করেন দেন নিরাপত্তারক্ষীরা। এ বার পাকিস্তানও সেই একই সমস্যায় পড়ল।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE