ইংল্যান্ডে কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে পৌঁছে গিয়েছেন তাঁর সহযোগীরা। —ফাইল চিত্র।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে অনুশীলনে ভারতীয় দল। বোর্ড সেই ছবি পোস্ট করেছে। কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে রয়েছেন তাঁর সহযোগীরা। রয়েছেন শার্দূল ঠাকুর, উমেশ যাদবরাও। তাঁদের গায়ে নতুন অনুশীলন জার্সি। ভারত এ বারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও নতুন জার্সি পরে খেলবে।
আইপিএল খেলতে ব্যস্ত রোহিত শর্মারা। ভারতের কিছু ক্রিকেটার ইতিমধ্যেই ইংল্যান্ডে চলে গিয়েছেন। মহম্মদ সিরাজ, অক্ষর পটেল, শার্দূল ঠাকুর, উমেশ যাদবরা পৌঁছে গিয়েছেন। সঙ্গে কোচ রাহুলের দ্রাবিড়, ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর, বোলিং কোচ পরশ মামব্রে, ফিল্ডিং কোচ টি দিলীপও ইংল্যান্ডে। কয়েক দিনের মধ্যেই যাবেন বিরাট কোহলি এবং রবিচন্দ্রন অশ্বিন। রোহিত ছাড়াও আইপিএলের প্লে-অফ খেলতে ব্যস্ত অজিঙ্ক রাহানে, ঈশান কিশন, শ্রীকর ভরত, মহম্মদ শামি, রবীন্দ্র জাডেজারা। তাঁরা আইপিএলের ফাইনালের পরে যাবেন। চেতেশ্বর পুজারা আগে থেকেই ইংল্যান্ডে রয়েছেন।
ভারতের এই প্রতিযোগিতার আগেই জার্সির স্পনসর বদলে গিয়েছে। ফলে নতুন জার্সি পরে নামবেন রোহিতরা। ম্যাচের জার্সি এখনও প্রকাশ না করলেও অনুশীলনের জার্সির ছবি দিল বোর্ড। হাল্কা নীল রঙের জার্সি পরে রয়েছেন দ্রাবিড়রা। তাতে নতুন সংস্থার লোগোও রয়েছে। বোর্ডের তরফে জানানো হয়েছে শুধু রোহিত শর্মা, বিরাট কোহলিদের জার্সি নয়, নতুন সংস্থা জার্সি বানাবে হরমনপ্রীত কৌরদের দলের জন্যেও। অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের জার্সিও বানাবে তারা।
Unveiling #TeamIndia's new training kit 💙💙
— BCCI (@BCCI) May 25, 2023
Also, kickstarting our preparations for the #WTCFinal pic.twitter.com/iULctV8zL6
ইংল্যান্ডে যাওয়ার আগে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ছিলেন দ্রাবিড়। সেখানে বাংলাদেশ সফরের জন্য প্রস্তুতি নিচ্ছেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানারা। ইংল্যান্ডের বিমান ধরার আগে বিরাট কোহলি, রোহিত শর্মাদের কোচ কিছুটা সময় কাটিয়েছেন মহিলা দলের ক্রিকেটারদের সঙ্গে। বাংলাদেশের মাটিতে সাফল্য পাওয়ার পরামর্শ দিয়ে যান হরমনপ্রীতের দলকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy