Advertisement
১৯ সেপ্টেম্বর ২০২৪
Bangladesh Cricket Board

ভারতের সুর বাংলাদেশের গলায়, নিরাপত্তার কারণে পাকিস্তানে দল পাঠাবে কি না ভাবছে শাকিবদের বোর্ড

পাকিস্তানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এ বার সেই সুর শোনা গেল বাংলাদেশের গলাতেও। পাকিস্তানে দল পাঠাবে কি না, তা ভাবছে শাকিব আল হাসানদের বোর্ড।

cricket

শাকিব আল হাসান। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৪ ১৬:৪৩
Share: Save:

ভারত আগেই প্রশ্ন তুলেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানের নিরাপত্তা চিন্তিত ভারতীয় ক্রিকেট বোর্ড। এ বার সেই সুর শোনা গেল বাংলাদেশের গলাতেও। পাকিস্তানে দল পাঠাবে কি না, তা ভাবছে শাকিব আল হাসানদের বোর্ড। দেশের সরকারের কাছে পাকিস্তানের নিরাপত্তা খতিয়ে দেখার আবেদন করেছে তারা।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চলতি মাসেই পাকিস্তানে দু’টি টেস্ট খেলার কথা বাংলাদেশের। ২১ জুলাই থেকে রাওয়ালপিন্ডি ও ৩০ জুলাই থেকে করাচিতে দু’টি টেস্ট রয়েছে। তার আগে সেখানকার নিরাপত্তা নিয়ে চিন্তিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

সংবাদমাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, “আমরা পাকিস্তানের নিরাপত্তা নিয়ে চিন্তিত। পাক বোর্ড আমাদের জানিয়েছে যে নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা হবে না। তার পরেও আমরা সরকারের কাছে আবেদন করেছি, সিরিজ়ের আগে এক জন নিরাপত্তা উপদেষ্টাকে সে দেশে পাঠাতে। তিনি নিরাপত্তা খতিয়ে দেখে জানাবেন।”

তবে পাকিস্তানে খেলতে যাওয়া নিয়ে আপত্তি জানাননি বাংলাদেশের কোনও ক্রিকেটার। জালাল বলেন, “ক্রিকেটারদের কোনও সমস্যা নেই। আমরা এশিয়া কাপের সময়েও পাকিস্তানে খেলেছি। আরও অনেক দেশ খেলেছে। তবে আমাদের ক্রিকেটারদের সুরক্ষা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই কোনও ঝুঁকি নিতে চাইছি না।”

আগামী বছর পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা। ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, দল সে দেশে খেলতে যাবে কি না সেই সিদ্ধান্ত দেশের সরকার নেবে। পাশাপাশি প্রতিযোগিতা নিরপেক্ষ কোনও দেশে আয়োজন করার আবেদন আইসিসির কাছে করেছে ভারতীয় বোর্ড। যদিও পাকিস্তান বোর্ডও অনড়। ভারতের আপত্তিতে এশিয়া কাপ যৌথ ভাবে আয়োজন করতে হয়েছিল তাদের। চ্যাম্পিয়ন্স ট্রফি নিজেদের দেশেই করতে মরিয়া তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE