পাকিস্তানের পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। এই বিদায়ের দায় ব্যাটারদের উপর চাপিয়েছেন দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলে বদলের ইঙ্গিত দিয়েছেন তিনি। শান্তর কথা থেকে পরিষ্কার, চ্যাম্পিয়ন্স ট্রফির পর বাংলাদেশের কিছু ব্যাটার দল থেকে বাদ পড়তে পারেন। তিনি নিজেও তো ব্যাটার। তা হলে কি নিজেও সরে যাবেন শান্ত?
ভারতের পর নিউ জ়িল্যান্ডের কাছে হেরেছে বাংলাদেশ। দু’টি ম্যাচেই দলের ব্যাটিং ভাল খেলতে পারেনি। ভারতের বিরুদ্ধে ২২৮ ও নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ২৩৮ রান করেছে তারা। এক দিনের ক্রিকেটে এই রান করে জেতা কঠিন। সেই কথাই শুনিয়েছেন শান্ত। তিনি বলেন, “আমি আগেও অনেক বার এই কথা বলেছি। বার বার আমরা একই ভুল করছি। আমাদের ব্যাটিংয়ে নজর দিতে হবে। আশা করছি, এই প্রতিযোগিতার পর দলের ব্যাটিংয়ে কিছু বদল হবে। নতুন ক্রিকেটার আসবে। আশা করছি তাতে আমাদের ব্যাটিংয়ের উন্নতি হবে।”
ভারত ও নিউ জ়িল্যান্ড দু’দলের বিরুদ্ধেই কয়েক জন ক্রিকেটার নজর কেড়েছেন। কয়েকটি মুহূর্তে ভাল দেখিয়েছে বাংলাদেশকে। কিন্তু ধারাবাহিকতা দেখাতে পারেননি তাঁরা। সুযোগ কাজে লাগাতে পারেননি। সেটাই হারের কারণ বলে মনে করছেন শান্ত। তিনি বলেন, “আমাদের আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে। বিশেষ করে ব্যাটারদের। প্রতিযোগিতার মধ্যে তো আর বার বার দল বদলানো যায় না। যারা আছে তাদের দিয়েই ম্যাচ জিততে হবে। কিন্তু যে ভাবে সুযোগ হারিয়েছি, তাতে কী ভাবে জিতব। ম্যাচগুলোকে আমরা খুব হালকা ভাবে নিয়েছিলাম। তাই হেরেছি।”
আরও পড়ুন:
এখন প্রশ্ন উঠছে, শান্ত নিজেও ব্যাটার। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ৭৭ রান করলেও ভারতের বিরুদ্ধে শূন্য রানে আউট হয়েছেন তিনি। অর্থাৎ, তাঁর ব্যাটেও ধারাবাহিক ভাবে রান নেই। শান্ত যে ব্যাটারদের দায়ী করছেন, সেই দায় তো তাঁর নিজেরও। তা হলে কি শান্ত নিজেও সরে যাবেন। এই বিষয়ে তিনি অবশ্য কিছু বলেননি।
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগে শান্ত হুঁশিয়ারি দিয়েছিলেন সব দলকে। বলেছিলেন, চ্যাম্পিয়ন হয়ে ফিরবেন। কিন্তু গ্রুপ পর্বও টপকাতে পারেননি। তিনি নিজে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে রান করেছেন। কিন্তু বাকিরা ডুবিয়েছেন। তুলনায় দলের বোলিং নজর কেড়েছে। কম লক্ষ্য নিয়েই লড়াই করেছেন মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেনরা। সেই কারণেই ব্যাটারদের উপর বেশি বিরক্ত অধিনায়ক। তাঁদেরই দায়ী করেছেন শান্ত।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
প্রতিযোগিতা থেকে বিদায় নিলেও কিছুটা সম্মানের সঙ্গে যাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের। বৃহস্পতিবার পাকিস্তানের বিরুদ্ধে রাওয়ালপিন্ডির মাঠে তাদের খেলা। সেই ম্যাচ জিতলে অন্তত ২ পয়েন্ট নিয়ে বিদায় নেবে বাংলাদেশ। কিন্ত মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে বৃষ্টির জেরে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ ভেস্তে গিয়েছে। ফলে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়েও আশঙ্কা রয়েছে।