Advertisement
E-Paper

বিশ্ব টেস্ট ফাইনালের দল ঘোষণা অস্ট্রেলিয়ার, কাদের বিরুদ্ধে খেলতে হবে রোহিতদের?

মোট ১৭ জনের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ২৮ মে সংখ্যা কমিয়ে ১৫ করা হবে। দলের নেতৃত্ব দেবেন প্যাট কামিন্স।

rohit sharma

রোহিতদের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার কোন ক্রিকেটাররা খেলতে নামবেন? — ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৩ ১৩:২৩
Share
Save

কোপ পড়ল না ডেভিড ওয়ার্নারের উপরে। লাল বলের ক্রিকেটে সাম্প্রতিক কালে তাঁর ছন্দ মোটেও ভাল নয়। তবু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলে তাঁকে রাখল অস্ট্রেলিয়া। শুধু তাই নয়, অ্যাশেজের প্রথম দু’টি টেস্টেও সুযোগ পেয়েছেন তিনি। তবে প্রথম একাদশে ঠাঁই পাবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। মোট ১৭ জনের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ২৮ মে সংখ্যা কমিয়ে ১৫ করা হবে। দলের নেতৃত্ব দেবেন প্যাট কামিন্স।

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ়‌ে চোট পেয়ে তৃতীয় এবং চতুর্থ টেস্টে খেলতে পারেননি ওয়ার্নার। পরে সীমিত ওভারের সিরিজ়ে দলে ফেরেন। আইপিএলে রান করলেও স্ট্রাইক রেট খুব ধীর গতির, যা প্রশ্ন তুলছে। ভারতের বিরুদ্ধে তিনটি ইনিংস খেলে ২৬ রান করেছিলেন। তাঁকে বাদ দেওয়ার সপক্ষে বহু প্রাক্তন ক্রিকেটারই আওয়াজ তুলেছেন। তবু অস্ট্রেলিয়া বোর্ডের তরফে অভিজ্ঞ এই ক্রিকেটারের প্রতি আস্থা রাখা হল।

প্রথম দলে সুযোগ পেতে গেলে ওয়ার্নারের মূল প্রতিপক্ষ মার্কাস হ্যারিস এবং ম্যাট রেনশ। ইংল্যান্ডে অ্যাশেজে আগে কোনও দিন শতরান পাননি ওয়ার্নার। তাই তাঁকে খেলানো হবে কি না নিশ্চিত নয়। ২০১৯-এর পর প্রথম বার টেস্ট দলে ফিরেছেন মিচেল মার্শ। ভারতে আসা দলের অনেকেই রয়েছেন। তবে পিটার হ্যান্ডসকম্ব, অ্যাশটন আগার, মিচেল সোয়েপসন এবং ম্যাট কুনেম্যানকে রাখা হয়নি। ল্যান্স মরিস চোটের কারণে ছিটকে গিয়েছেন।

পুরো দল: প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারে, ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জশ হেজলউড, ট্রেভিস হেড, জশ ইংলিস, উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, নেথান লায়ন, মিচ মার্শ, টড মারফি, ম্যাট রেনশ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক এবং ডেভিড ওয়ার্নার।

Rohit Sharma India vs Australia ICC World Test Championship

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}