নওয়াজকে চারে খেলানোর কারণ জানালেন বাবর। ফাইল ছবি
তিনি নিজে রবিবারও ব্যর্থ। তবে দুই সতীর্থ মহম্মদ রিজওয়ান এবং মহম্মদ নওয়াজের দাপটে ভারতকে হারিয়ে এশিয়া কাপে মধুর প্রতিশোধ নেওয়া হয়ে গিয়েছে। ফলে আনন্দ আর ধরছে না বাবর আজমের। পাকিস্তানের অধিনায়ক জানালেন, নির্দিষ্ট একটা ভাবনা থেকেই চার নম্বরে তুলে এনেছিলেন মহম্মদ নওয়াজকে। সেই ফাটকা কাজে লেগে যাওয়ায় তিনি খুশি।
ভারতের বিরুদ্ধে কেন চারে তুলে এনেছিলেন নওয়াজকে? ব্যাখ্যা দিতে গিয়ে বাবর বলেন, “নওয়াজ এমনিতে ভালই ব্যাট করে। তখন ভারত দুই লেগস্পিনারকে দিয়ে বল করাচ্ছিল। সেটা দেখেই নওয়াজকে আগে পাঠাই। সেটা কাজে লেগে যাওয়ায় আমি খুশি।”
বাবর জানালেন, গোটা ম্যাচেই অতিরিক্ত চাপে তাঁরা পড়েননি। ভারতের কাছে আগের ম্যাচে হারের কথা মাথায় না রেখে নতুন ভাবে শুরু করার কারণেই ম্যাচ জিততে পেরেছেন তাঁরা। বলেছেন, “আমি সব সময় জিনিস সহজ রাখতেই ভালবাসি। গোটা দলের ধন্যবাদ প্রাপ্য। বিপক্ষের রান বড় হওয়া সত্ত্বেও ওরা চাপে পড়েনি এবং জেতার জন্য শেষ পর্যন্ত লড়ে গিয়েছে।”
বাবর উল্লেখ করেছেন রিজওয়ান এবং নওয়াজের জুটির কথাও। তাঁর মতে, ওটাই ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত। বাবর বলেছেন, “অসাধারণ একটা জুটি দেখলাম। ওটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। ওদের জুটি অত ভাল খেলার পরেই ম্যাচটা আমাদের হাতে চলে এল।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy