দুরন্ত খোয়াজা। ছবি: রয়টার্স
দ্বিতীয় ইনিংসেও শতরান করলেন উসমান খোয়াজা। সিডনির মাঠে তিনি তৃতীয় ব্যাটার যিনি এই কাণ্ড ঘটালেন। অ্যাশেজে এর আগে আরও ন’জনের দুই ইনিংসে শতরানের কীর্তি ছিল। সেই শতরানে ভর করে ইংল্যান্ডের সামনে ৩৮৮ রানের বিশাল লক্ষ্য রাখল অস্ট্রেলিয়া।
সিডনি টেস্টে চতুর্থ দিনে ১৩৮ বলে ১০১ রান করে অপরাজিত খোয়াজা। তাঁকে যোগ্য সঙ্গ দিলেন ক্যামেরন গ্রিন। ১২২ বলে ৭৪ রান করেন তিনি। দ্বিতীয় ইনিংসে ২৬৫ রান করে ডিক্লেয়ার দেয় অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমে দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে ৩০ রান তুলেছে ইংল্যান্ড। জয়ের জন্য এখনও ৩৫৮ রান করতে হবে তাদের।
তবে শনিবার দিনটা ছিল খোয়াজার। ডগ ওয়াল্টার্স (ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৯৬৮-৬৯ সালে) এবং রিকি পন্টিংয়ের (দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০০৫-০৬ সালে) পর তিনিই তৃতীয় ব্যাটার যিনি সিডনির মাঠে দুই ইনিংসেই শতরান করলেন। অ্যাশেজে এমন কাণ্ড রয়েছে আরও নয় ব্যাটারের। তাঁরা হলেন ওয়ারেন বার্ডস্লে (অস্ট্রেলিয়া, ১৯০৯), হারবার্ট সাটক্লিফ (ইংল্যান্ড, ১৯২৫), ওয়ালি হেমন্ড (ইংল্যান্ড, ১৯২৯), ডেনিস কম্পটন (ইংল্যান্ড, ১৯৪৭), আর্থার মরিস (অস্ট্রেলিয়া, ১৯৪৭), স্টিভ ওয়া (অস্ট্রেলিয়া, ১৯৯৭), ম্যাথু হেডেন (অস্ট্রেলিয়া, ২০০২) এবং স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া, ২০১৯)।
Usman Khawaja becomes just the third player to make a century in both innings of a Test match at the SCG!
— ICC (@ICC) January 8, 2022
Watch the #Ashes live on https://t.co/CPDKNx77KV (in select regions) 📺#AUSvENG | #WTC23 pic.twitter.com/qixDRIjo2t
শেষ দিনে ইংল্যান্ডের জো রুট নির্ভর ব্যাটিংকে পরাস্ত করে ১০ উইকেট তুলতে পারলেই সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে যাবে অস্ট্রেলিয়া। সারা দিন টিকে থাকার লক্ষ্যে খেলতে নামবে ইংল্যান্ড নাকি বাকি ৩৫৮ রান করে ম্যাচ জিততে চাইবে, সেই দিকেই নজর থাকবে অ্যাশেজ প্রেমীদের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy