Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Rahul Dravid

Rahul Dravid: কোহলীকেও অপেক্ষা করতে হয়েছে, শ্রেয়স-হনুমাকেও করতে হবে, বলছেন দ্রাবিড়

দাবি উঠেছে, পুজারা-রহাণেকে বাদ দিয়ে হনুমা-শ্রেয়সকে সুযোগ দেওয়া হোক। কিন্তু এখনই এটা করতে চাইছেন না দ্রাবিড়।

বিরাট কোহলী এবং রাহুল দ্রাবিড়।

বিরাট কোহলী এবং রাহুল দ্রাবিড়। —ফাইল চিত্র

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২২ ০৯:৫১
Share: Save:

চেতেশ্বর পুজারা এবং অজিঙ্ক রহাণের ব্যাটে রান নেই। জোহানেসবার্গে ভারতের হেরে যাওয়া টেস্টের দ্বিতীয় ইনিংসে দু’ জনে তবু কিছুটা রান পেয়েছেন। দাবি উঠেছে, এই দু’ জনকে বাদ দিয়ে হনুমা বিহারি এবং শ্রেয়স আয়ারকে সুযোগ দেওয়া হোক। কিন্তু এখনই এটা করতে চাইছেন না রাহুল দ্রাবিড়। তাঁর মতে, জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য এই দু’ জনকে আরও খানিকটা অপেক্ষা করতে হবে।

ভারতীয় দলের কোচ বলেন, ‘‘জোহানেসবার্গ টেস্টে দুই ইনিংসেই বিহারি খুব ভাল ব্যাট করেছে। প্রথম ইনিংসে ওর আউটটা দুর্ভাগ্যজনক। বলটা হঠাৎ লাফিয়ে উঠেছিল। ভ্যান ডার ডুসেন খুব ভাল ক্যাচ নিয়েছিল। দ্বিতীয় ইনিংসেও খুব ভাল ব্যাট করেছিল।’’

আয়ারেরও প্রশংসা করে দ্রাবিড় বলেন, ‘‘শ্রেয়সও খুব ভাল ব্যাট করেছে। আসলে ওদের মন খারাপ করলে চলবে না। ওদের ভাবতে হবে, যেটুকু সুযোগ ওরা পেয়েছে, সেটা কাজে লাগিয়েছে। আশা করছি ওদের সুযোগ আসবে।’’

নিজেদের সময়ের উদাহরণ দিয়ে দ্রাবিড় বলেন, তখনও ভারতীয় দলের মিডল-অর্ডারে অনেকেই খেলার জন্য তৈরি ছিল। এমনকী কোহলী, পুজারা, রহাণেদের কাউকে দু’ বছর, কাউকে এক বছরও অপেক্ষা করতে হয়েছে। দ্রাবিড় বলেন, ‘‘লক্ষ্য করলে দেখা যাবে, এখন আমাদের দলের যারা সিনিয়র ক্রিকেটার, তাদের প্রায় সবাইকেই শুরুর দিকে অপেক্ষা করতে হয়েছে। সেই সময়টায় নিয়মিত রান করে যেতে হয়েছে। ফলে অপেক্ষা সবাইকেই করতে হয়। খেলার ধর্মই এটা।’’

অন্য বিষয়গুলি:

Rahul Dravid Virat Kohli Hanuma Vihari Shreyas Iyer Team India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy