রবিবার হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে অনিকেত বর্মার সহজ ক্যাচ ফেলে দিয়েছিলেন অভিষেক পোড়েল। সেই অনিকেত ৭১ রান করেন। দিল্লির জিততে অসুবিধা হয়নি। তবে সহজ ক্যাচ ফেলার পর মনখারাপ হয়ে গিয়েছিল বাংলার অভিষেকের। সেই সময় তাঁকে চাঙ্গা করেছিলেন কেএল রাহুল। ম্যাচের পর অভিষেক নিজেই এ কথা জানিয়েছেন।
অভিষেক বলেন, “কেএলভাই বড় দাদার মতো। আমি ক্যাচটা ফেলে দেওয়ার পরেই আমার পাশে দাঁড়িয়েছিল। বলেছিল, ‘একদম চিন্তা করিস না’। ব্যাট করার সময়ও পরামর্শ দিয়েছিল নিজের স্বাভাবিক শট খেলতে।”
অভিষেক নিজে উইকেটকিপার। তবে দিল্লি দলে রাহুল থাকায় তাঁকে সাধারণ ফিল্ডার হিসাবে খেলতে হচ্ছে। তাতে অভিষেকের কোনও আক্ষেপ নেই। তাঁর মতে, উইকেটরক্ষক হওয়ায় রাহুল খুব ভালই পরিস্থিতি বুঝতে পারেন। অভিষেক বলেছেন, “প্রথম ইনিংসের পরেই রাহুলভাই আমাদের বলে দিয়েছিল পিচ কেমন আচরণ করছে। আমার পাশেও বার বার দাঁড়িয়েছে।”
আরও পড়ুন:
যাঁর বলে ক্যাচ ফেলেছিলেন, সেই অক্ষর পটেল ওই মুহূর্তে হতাশ হয়েছিলেন বটে। তবে অধিনায়ক হিসাবে অক্ষর যে বাকিদের থেকে আলাদা এ কথা জানিয়েছেন অভিষেক। বলেছেন, “মাঠের বাইরে অক্ষরভাই খুব মজার। মাঠের মধ্যে সারা ক্ষণ অনুপ্রাণিত করে। ওর অধিনায়কত্ব করার ধরন খুব ভাল। অক্ষরভাইয়ের অধীনে খেলতে পেরে খুব ভাল লাগছে।”
- চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
- গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
-
১৮:২১
ভারতের পরের অধিনায়ক কে? কেকেআরের বিরুদ্ধে নামার আগে বলে দিলেন আফগানিস্তানের রশিদ -
১৭:৪৪
কোহলি-শ্রেয়স ঝামেলা! বিরাটকে কাছেই ঘেঁষতে দিলেন না পঞ্জাব অধিনায়ক -
১৭:০৬
নতুন নাম পেলেন রোহিত! ধোনির চেন্নাইকে হারিয়ে দলের কাছ থেকে উপহারও পেলেন শর্মা -
১৪:৩৫
‘তোর কোচকেও আমি চিনি’, পঞ্জাবের হরপ্রীতকে স্লেজিং কোহলির! কী হয়েছিল পঞ্জাব-বেঙ্গালুরু ম্যাচে? -
১৩:১১
সিএবির আর্জিতে ‘সায়’ ভারতীয় বোর্ডের, ইডেনে নিষিদ্ধ হতে চলেছেন ধারাভাষ্যকার ভোগলে এবং ডুল