ক্রিকেট মাঠে স্লেজিং নতুন কোনও ঘটনা নয়। প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের চাপে রাখার জন্য নানা রসিকতা, কটূক্তি করে থাকেন ক্রিকেটারেরা। আইপিএলও স্লেজিং মুক্ত নয়। রবিবার পঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে বিরাট কোহলি স্লেজিং করেন হরপ্রীত ব্রারকে। কোহলির অভিনব স্লেজিং ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
রবিবারের ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে পঞ্জাব নামায় বাঁহাতি স্পিনার-অলরাউন্ডার হরপ্রীত ব্রারকে। তিনি এক সতীর্থকে বল করার ব্যাপারে পরামর্শ দিচ্ছিলেন, যাতে কোহলি এগিয়ে মারতে গিয়ে স্টাম্পড আউট হন। তা শুনে হরপ্রীতকে জবাব দেন কোহলিও। ২৯ বছরের অলরাউন্ডারকে বলেন, ‘‘বহু বছর হয়ে গিয়েছে খেলছি। এ ভাবে মোটেই স্টাম্পড হব না। তোর কোচকেও আমি চিনি।’’ প্রতিপক্ষ দলের ক্রিকেটারকে এক রকম চ্যালেঞ্জ ছুড়ে দেন। ম্যাচের এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
রবিবারের ম্যাচে কোহলিকে শেষ পর্যন্ত আউট করতে পারেননি পঞ্জাবের ক্রিকেটারেরা। ৫৪ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। মারেন ৭টি চার এবং ১টি ছয়। দলকে জিতিয়ে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কারও পেয়েছেন কোহলি। বেঙ্গালুরুর জয়ে দেবদত্ত পাড়িক্কলের ৩৫ বলে ৬১ রানের ইনিংসও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।