ব্যাটে রান করার পাশাপাশি অধিনায়ক হিসাবেও এ বারের আইপিএলে সফল শুভমন গিল। পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে গুজরাত টাইটান্স। চলতি প্রতিযোগিতা শেষে নতুন এক শুভমনকে দেখা যাবে, এমনটাই মনে করেন তাঁর সতীর্থ রশিদ খান। তাঁর মতে, ভারতের পরের অধিনায়ক হওয়ার সব রকম যোগ্যতা শুভমনের রয়েছে।
সোমবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ রয়েছে গুজরাতের। তার আগে রশিদ অধিনায়ক শুভমনকে নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, “অধিনায়ক হিসাবে শুভমনের ভবিষ্যৎ খুব উজ্জ্বল। যে ভাবে ও পরিকল্পনা করে, ম্যাচের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেয়, তা এক কথায় অসাধারণ।” শুভমনের ঠান্ডা মাথার প্রশংসা করেছেন রশিদ। আফগানিস্তানের ক্রিকেটার বলেন, “শুভমন একটা পরিকল্পনা নিয়ে মাঠে নামে। ও খুব ঠান্ডা মাথার ক্রিকেটার। মাঠে ও যে ভাবে দলকে সামলায়, বোলার পরিবর্তন করে, তা দেখে বোঝা যায় ওর মধ্যে ভাল অধিনায়ক হওয়ার সব গুণ রয়েছে। ভারতের ভবিষ্যৎ অধিনায়ক হওয়ার যোগ্য শুভমন।”
আরও পড়ুন:
আইপিএলে খেলার চাপ বিশ্বকাপের থেকেও বেশি বলে মনে করেন রশিদ। তাঁর মতে, এই প্রতিযোগিতা অধিনায়ককে আরও পরিণত করে। তিনি বলেন, “আইপিএলের মতো একটা প্রতিযোগিতায় অধিনায়কত্ব করছে শুভমন। এখানে খেলার চাপ বিশ্বকাপের থেকেও বেশি। তাই এটা শুভমনের কাছে একটা বড় সুযোগ। এ বারের আইপিএল শেষে এক নতুন শুভমনকে দেখা যাবে। ব্যাটারের পাশাপাশি নেতা হিসাবেও নিজেকে ভারতীয় ক্রিকেটে প্রমাণিত করছে ও।”
২০২২ সালে গুজরাত টাইটান্স প্রথম বার আইপিএল খেলে। সে বার অধিনায়ক ছিলেন হার্দিক পাণ্ড্য। সেই দল চ্যাম্পিয়ন হয়েছিল। পরের বারও ফাইনাল খেলে গুজরাত। চেন্নাই সুপার কিংসের কাছে হারে তারা। ২০২৪ সালে হার্দিক গুজরাত থেকে নিজের পুরনো দল মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিলে শুভমনকে অধিনায়ক করা হয়। গত বার দলকে প্লে-অফে তুলতে পারেননি শুভমন। তবে এ বার ভাল খেলছেন তাঁরা। সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সকলের উপরে গুজরাত। সোমবার কলকাতাকে হারাতে পারলে প্লে-অফে এক পা দিয়ে দেবেন শুভমনেরা।
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ