শূন্য রানে প্যাভেলিয়নে ফিরতে দেখা যায় অনেক ক্রিকেটারকেই। এটা নতুন কোনও ঘটনা নয়। কিন্তু শূন্য রানে অল-আউট? এমন অবাক করা ঘটনার সাক্ষী থাকল কেন্ট ইন্ডোর গেম। গুনে গুনে ২০ বল করে ফেলেছে প্রতিপক্ষ। স্কোরবোর্ডে তখনও দেখা যাচ্ছে শূন্য রান। আর উইকেট পাঁচ। সিক্স এ সাইড ইন্ডোর চ্যাম্পিয়নশিপ ম্যাচে কোনও রান না করেই প্যাভেলিয়নে ফিরে গেল পুরো দল। ব্যাপচাইল্ড ক্রিকেট ক্লাবের সঙ্গে খেলা ছিল ক্রাইস্ট চার্চ ইউনিভার্সিটির। সেখানেই ঘটেছে এমন অভিনব ঘটনা।
ক্রাইস্ট চার্চ প্লেয়ার ক্রাউলি অবসার্ভার বলেন, ‘‘আমরা বিশ্বাসই করতে পারছি না। ওরা একটা রানও করতে পারল না।’’ তবে এমন ঘটনা আগেও ঘটেছে। ১৯১৩ সালে সমারসেট ক্লাবও শূন্য রানে আউট হওয়ার রেকর্ড করেছিল। ১৯৬৪তে মার্টিন ওলাটার্স ৮.২ ওভারে কোনও রান না করে অল আউট হয়ে গিয়েছিল। শূন্য রান না হলেও আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটেও রয়েছে অবাক করা কম রানের ইনিংস। যে রেকর্ড রয়েছে নিউজিল্যান্ডের কাছে। ১৯৫৫ সালে মাত্র ২৬ রানে অল আউট হয়ে গিয়েছিল কিউইরা।
আরও খবর
‘সবার মন জুগিয়ে চলা ক্যাপ্টেনের পক্ষে সম্ভব নয়’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy