Advertisement
০২ নভেম্বর ২০২৪

শূন্য রানে অল আউট গোটা দল

গুনে গুনে ২০ বল করে ফেলেছে প্রতিপক্ষ। স্কোরবোর্ডে তখনও দেখা যাচ্ছে শূন্য রান। আর উইকেট পাঁচ। সিক্স এ সাইড ইন্ডোর চ্যাম্পিয়নশিপ ম্যাচে কোনও রান না করেই প্যাভেলিয়নে ফিরে গেল পুরো দল। ব্যাপচাইল্ড ক্রিকেট ক্লাবের সঙ্গে খেলা ছিল ক্রাইস্ট চার্চ ইউনিভার্সিটির।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:১৩
Share: Save:

শূন্য রানে প্যাভেলিয়নে ফিরতে দেখা যায় অনেক ক্রিকেটারকেই। এটা নতুন কোনও ঘটনা নয়। কিন্তু শূন্য রানে অল-আউট? এমন অবাক করা ঘটনার সাক্ষী থাকল কেন্ট ইন্ডোর গেম। গুনে গুনে ২০ বল করে ফেলেছে প্রতিপক্ষ। স্কোরবোর্ডে তখনও দেখা যাচ্ছে শূন্য রান। আর উইকেট পাঁচ। সিক্স এ সাইড ইন্ডোর চ্যাম্পিয়নশিপ ম্যাচে কোনও রান না করেই প্যাভেলিয়নে ফিরে গেল পুরো দল। ব্যাপচাইল্ড ক্রিকেট ক্লাবের সঙ্গে খেলা ছিল ক্রাইস্ট চার্চ ইউনিভার্সিটির। সেখানেই ঘটেছে এমন অভিনব ঘটনা।

ক্রাইস্ট চার্চ প্লেয়ার ক্রাউলি অবসার্ভার বলেন, ‘‘আমরা বিশ্বাসই করতে পারছি না। ওরা একটা রানও করতে পারল না।’’ তবে এমন ঘটনা আগেও ঘটেছে। ১৯১৩ সালে সমারসেট ক্লাবও শূন্য রানে আউট হওয়ার রেকর্ড করেছিল। ১৯৬৪তে মার্টিন ওলাটার্স ৮.২ ওভারে কোনও রান না করে অল আউট হয়ে গিয়েছিল। শূন্য রান না হলেও আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটেও রয়েছে অবাক করা কম রানের ইনিংস। যে রেকর্ড রয়েছে নিউজিল্যান্ডের কাছে। ১৯৫৫ সালে মাত্র ২৬ রানে অল আউট হয়ে গিয়েছিল কিউইরা।

আরও খবর

‘সবার মন জুগিয়ে চলা ক্যাপ্টেনের পক্ষে সম্ভব নয়’

অন্য বিষয়গুলি:

Cricket zero run allout
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE