ভারতকে সাহায্য করতে এগিয়ে এলেন অ্যালান বর্ডার, স্টিভ স্মিথরা।
করোনা সংক্রমণ চিন্তার কারণ হয়ে উঠেছে ভারতের। মৃত্যু মিছিল আতঙ্কিত করছে সকলকেই। অক্সিজেনের অভাব, টিকার অভাব, ওষুধের অভাব আরও বিপর্যস্ত করে তুলেছে ভারতকে। এমন সময় স্টিভ স্মিথ, অ্যালান বর্ডার, মিচেল স্টার্ক এবং মহিলা ক্রিকেটার এলিস পেরি, মেগ ল্যানিং পাশে দাঁড়ালেন ভারতের।
ইউনিসেফ অস্ট্রেলিয়া নামক একটি সংস্থার হয়ে ভারতের পাশে থাকার জন্য প্রচার করছেন এই ক্রিকেটাররা। ইউনিসেফ অস্ট্রেলিয়া এই মুহূর্তে ভারতে কাজ করছে। করোনার বিরুদ্ধে ভারতের লড়াইয়ে হাত লাগিয়েছে তারাও।
আইপিএল চলার সময় অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাই প্রথম ভারতের সাহায্যে এগিয়ে আসেন। কলকাতা নাইট রাইডার্সের পেসার প্যাট কামিন্স প্রায় ৩৬ লক্ষ ৮৪ হাজার টাকা দান করেন। অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার ব্রেট লি অক্সিজেন কেনার জন্য বিটকয়েন দান করেন ইউনিসেফ অস্ট্রেলিয়াকে।
Australia’s cricketers are teaming up to share a powerful message we all need to hear.
— UNICEF Australia (@unicefaustralia) May 12, 2021
No one can do everything, but we can all help by chipping in to UNICEF's #IndiaCOVIDCrisis appeal here: https://t.co/PKCi0clPF4 pic.twitter.com/KQZePyupVM
স্মিথরা ছাড়াও ইউনিসেফ অস্ট্রেলিয়ার হয়ে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন কামিন্স, লি, অ্যালিসা হিলি, মাইকেল হাসি, জস হ্যাজেলউড, মার্নাস লাবুশানে এবং র্যাচেল হেন্স। ভারতের জন্য সাহায্যও চেয়েছেন তাঁরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy